দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইপিএলের ১৫ তম ম্যাচে আবুধাবির ময়দানে আজ মুখোমুখি হতে চলেছে স্টিভ স্মিথের রাজস্থান রয়্যালস এবং বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুই বিশ্বসেরাকে একসঙ্গে মাঠে দেখতে উদগ্রীব সকলেই। গত ম্যাচে কলকাতার বিরুদ্ধে বড় মার্জিনে হারার পর এখন আহত বাঘের মতোই মরিয়া রাজস্থান।তাই ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নিজেদের সমস্ত শক্তি উজার করে দিতে চাইবে তারা।অন্যদিকে নিজেদের গত ম্যাচে সুপার ওভারে মুম্বাইকে হারিয়ে ব্যাঙ্গালোরের মনোবল এখন তুঙ্গে। তাই বিরাট কোহলির মত একজন এগ্রেসিভ অধিনায়ক কখনই চাইবেন না ব্যাঙ্গালোরের জয়যাত্রা এতটুকু বিঘ্নিত হোক। তাই লড়াই যে টানটান উত্তেজনাকর হবে এ নিয়ে কোন সন্দেহ নেই।
দলের দিক থেকে দেখতে গেলে রাজস্থান রয়্যালসের চিন্তা মূলত মধ্যক্রমের ব্যাটিং নিয়ে।অধিনায়ক স্টিভ স্মিথ এবং সঞ্জু স্যামসন যত ভালো ফর্মে রয়েছেন গত ম্যাচগুলোতে ঠিক ততটাই ব্যর্থ হয়েছে মধ্যক্রম।গত তিন ম্যাচের কোনোটিতেই সেভাবে রান পাননি রবি উথাপ্পা, তেমন একটা পার্থক্য গড়ে তুলতে পারেননি রিয়ান পরাগও।অলরাউন্ডার রাহুল তেওয়াটিয়া পাঞ্জাব জয়ের নায়ক ছিলেন ঠিকই কিন্তু তার পক্ষেও বারবার যে মিরাকেল ঘটানো সম্ভব নয় তা ভালোই জানে রাজস্থান। তারকা ক্রিকেটার জস বাটলারও রান পাননি সেভাবে। তাই ওপেনিং নিয়েও হালকা চিন্তার ভাঁজ থাকতে পারে স্টিভ স্মিথের কপালে। বোলিং আক্রমণের ক্ষেত্রে দল বড় বেশি নির্ভরশীল জোফরা আর্চারের উপর। গত ম্যাচেও অঙ্কিত রাজপুত, শ্রেয়স গোপাল, টম ক্যুরানদের ইকোনমি রেট ছিল যথেষ্ট বেশি। তাই অপরপক্ষে যখন বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, অ্যারন ফিঞ্চের মত মারকুটে ব্যাটসম্যানরা রয়েছেন তখন বোলিং নিয়ে একটু চিন্তার অবকাশ তো থাকবে বটেই। তবে জোফরা আর্চারকে কিভাবে খেলেন কোহলি সেদিকেও নজর থাকবে দর্শকদের।
আরও পড়ুনঃহায়দ্রাবাদী বিরিয়ানির ঝালে চোখে জল চেন্নাইয়ের, ৭ রানের জয় ছিনিয়ে নিলো প্রিয়ম’রা
অন্যদিকে ব্যাঙ্গালোরের ক্ষেত্রে প্রধান সমস্যা হলো দুটি ম্যাচ জিতলেও পরপর তিন ম্যাচেই ব্যর্থ হয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। আর এই কারনেই বড় বেশি চাপ এসে পড়েছে এবি ডিভিলিয়ার্স এবং অ্যারন ফিঞ্চের কাঁধে।যদিও তরুণ দেবদূত পাডিক্কলের খেলা ইনিংসগুলি কিছুটা চিন্তা কমিয়েছে কোহলির কিন্তু তার নিজের রান না পাওয়া পরবর্তীকালে অবশ্যই সমস্যায় ফেলতে পারে ব্যাঙ্গালোর দলকে। কারণ মধ্যক্রমে অতিরিক্ত অলরাউন্ডার থাকার জন্য একজন পাকাপোক্ত ব্যাটসম্যানের অভাব অবশ্যই রয়েছে দলে।চিন্তার অবকাশ রয়েছে বোলিং নিয়েও। তবে একথা ঠিক যে ডেল স্টেইনের জায়গায় আসা ইসুরু উদানা গত ম্যাচে খুব খারাপ প্রদর্শন করেননি। তাছাড়া নবদীপ সাইনিকে দেখেও অনেকটাই পরিণত বলে বোধ হচ্ছে এবারের আইপিএলে। এছাড়া চাহাল এবং জ্যাম্পা গত ম্যাচে যথেষ্ট ভাল প্রদর্শন করেছেন।উইকেট পেয়েছেন অলরাউন্ডার শিবম দুবেও।তাই নিজের রিসোর্স যদি কাল ঠিকঠাক করে ব্যবহার করতে পারেন কোহলি এবং যদি প্রথমে ব্যাট করে বড় স্কোর খাড়া করতে পারে ব্যাঙ্গালোর, তাহলে হয়তো পূরণ হয়ে যেতেও পারে কোহলির রাজস্থান জয়ের স্বপ্ন।
অন্যদিকে নিজেদের মধ্যক্রমকে যদি আরেকটু শক্তিশালী করে তুলতে পারেন স্টিভ স্মিথ এবং বোলাররা যদি প্রাণপণে তাকে সহায়তা করেন তাহলে হয়তো অধরা থাকবে না রাজস্থানের ব্যাঙ্গালোর জয়ের স্বপ্ন।
রাজস্থান রয়্যালস (সম্ভাব্য দল)ঃস্টিভ স্মিথ অধিনায়ক, জস বাটলার (উইকেট কিপার),সঞ্জু স্যামসন,রবি উথাপ্পা, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, টম কুর্যান,শ্রেয়স গোপাল,জোফরা আর্চার,জয়দেব উনাদকাট এবং অঙ্কিত রাজপুত।
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (সম্ভাব্য দল)ঃ দেবদূত পাডিকাল , অ্যারন ফিঞ্চ,বিরাট কোহলি (অধিনায়ক), এ.বি ডিভিলিয়ার্স,গুরক্রীত সিংহ মান, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, ইসরু উদানা , নবদীপ সাইনি,অ্যাডাম জ্যাম্পা , যুবেন্দ্র চাহাল।