দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আই লিগ কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে নামার আগে প্রতিপক্ষকে সমীহ করলেও নিজের দল নিয়ে আশাবাদী গাড়োয়াল এফসি-র সহকারী কোচ অনুপ সিং।
করোনা পরবর্তী সময়ে এটিই দেশের প্রথম অফিশিয়াল স্পোর্টিং ইভেন্টে, এবং এই প্রতিযোগিতায় বিজয়ী দল আই লিগ ২০২০-২১-এ খেলার যোগ্যতা অর্জন করবে। গাড়োয়াল এফসি কল্যাণীতে মুখোমুখি হবে মহামেডানের।
অনুপের মতে মহামেডানই সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দী। তাই একেবারে প্রথম মিনিট থেকেই মহামেডান-কে চাপে রাখার পরিকল্পনা করে রেখেছেন তাঁরা।
বুধবার দ্য ক্যালকাটা মিররকে তিনি জানান, “এই লিগে মহামেডানই সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দী। ওদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। ওদের দলে দুর্দান্ত খেলোয়াড় আছে। কিন্তু ওদের ভয় পাওয়ার কোনও প্রশ্নই নেই। ছেলেদের মানসিকতা দেখে আমরা খুশি। আমরা আত্মবিশ্বাসী সেরা পারফরম্যান্সই দেখাব ওদের বিরুদ্ধে।”
মহামেডান দল যেমন ভারসাম্যযুক্ত। আক্রমণ, মাঝমাঠ, রক্ষণ, সব বিভাগেই একাধিক মান যুক্ত খেলোয়াড় বিদ্যমান, গাড়োয়ালও তেমনই দল বলে মনে করেন অনুপ।
ম্যাচের পরিকল্পনা নিয়ে বেশি কিছু বলার পক্ষপাতি নন তিনি, শুধু বললেন, “সবার আগে নিজেদের রক্ষণকে আঁটোসাঁটো করেতে হবে। তারপরে আক্রমণে ওঠা শুরু করো।”