দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ এ মরশুমে লাল হলুদ জার্সিতে খেলতে দেখা যেতে পারে অ্যান্থনি পিলকিংটনকে। ইংলিশ প্রিমিয়ার লিগে উইগ্যানের হয়ে ২০১৯-২০ মরশুমে খেলেছিলেন আয়ারল্যান্ডের জাতীয় দলের প্রাক্তন এই ফুটবলার। ইস্টবেঙ্গলের কোচ হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন রবি ফাউলার। আর সূত্রের মতে, তাঁর পছন্দের বিদেশি ফুটবলারদেরকেই তাঁর হাতে তুলে দিতে চাইছেন শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশনের কর্তারা।
উইগ্যান ছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেড যুব দলের সদস্যও ছিলেন পিলকিংটন। এছাড়াও, ব্ল্যাকবার্ন রোভার্স, নরউইচ, কার্ডিফ, হাডার্সফিল্ডের হয়েও খেলেছেন। মূলতঃ লেফ্ট উইঙ্গার হিসেবে খেললেও রাইট উইংয়ও খেলতে পারেন তিনি। দলের প্রয়োজনে স্ট্রাইকার হিসেবেও খেলার দক্ষতা রয়েছে ৩২ বছর বয়সী এই ফুটবলারের। ৭৫ টি প্রিমিয়ার লিগের ম্যাচে ১৪টি গোল আছে তাঁর। জাতীয় দল আয়ারল্যান্ডের হয়েও ৯ ম্যাচে ১টি গোল করেছেন তিনি।
স্কট নেভিল, ড্যানি ফক্সের পর আরও এক বিদেশিকে দ্রুত চূড়ান্ত করে নিতে চাইছে ইস্টবেঙ্গল। বৃহস্পতিবারই প্রথমবার প্রেস বিবৃতি দেন শ্রী সিমেন্ট কর্ণধার এইচ এম বাঙুর। সেখানে তিনি ইস্টবেঙ্গলের গৌরব ফিরিয়ে আনার আশ্বাস দেন। যদিও এ মরশুমে হাতে বিশেষ সময় নেই দ্রুত দল গঠন করে গোয়ায় পৌঁছে যেতে হবে লাল হলুদ দলকে। সেখানে সেসা অ্যাকাডেমির মাঠে ট্রেনিং করতে পারে ইস্টবেঙ্গল।