দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ইস্টবেঙ্গলের কোচ হলেন লিভারপুল লেজেন্ড রবি ফাউলার। আগামী দু বছরের জন্য তাঁকে কোচ করল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার রাতে রবি ফাউলারের সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন বলে জানিয়ে দিলেন শ্রী সিমেন্ট কর্নধার হরিমোহন বাঙুর।
দুবাই থেকে শ্রীসিমেন্ট ইস্টবেঙ্গল কর্তা বলেন, ” গতকাল রাতেই আমরা চুক্তি করেছি। উনি আগামী এক সপ্তাহের মধ্যেই গোয়ায় দলের সঙ্গে যোগ দেবেন। আমাদের সঙ্গে দুবছরের চুক্তি হয়েছে তাঁর। এরপর চুক্তি বাড়ান হতে পারে।”
এছাড়াও প্রাক্তন ভারতীয় জাতীয় দলের অধিনায়ক রেনেডি সিং-কে সহকারী কোচ করে আনছে লাল হলুদ।