দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ উল্টোদিকে কে, তা নিয়ে বেশি ভাবতে চান না মহামেডান কোচ ইয়ান ল। বরং প্রথম ম্যাচে তাঁর দলের ছেলেরা যে সমস্ত ভুল করেছিল, সেগুলো শুধরে নিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে চান এই তরুণ কোচ।
যুবভারতী ক্রীড়াঙ্গনে আরা এফসি-র বিরুদ্ধে আই লিগ কোয়ালিফায়ারের দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগের দিন এই কথাই জানিয়ে দিলেন তিনি। বলে দিলেন, দলের খেলায় তিনি খুশি।
ইয়ান বলেন, “প্রথম ম্যাচে অনেক সুযোগ পেয়েছি আমরা। সেগুলো নষ্টও করেছি। এগুলো বাদ দিলে দলের পারফরম্যান্স ভাল। সুযোগ নষ্ট করা বন্ধ করতে হবে। গত মাচের ভুল ত্রুটি গুলো শুধরে নিয়ে কাল জয়ের জন্যই ঝাঁপাবো।”
রবিবারের ম্যাচে প্রতিপক্ষ নিয়ে তাঁর বক্তব্য, “দুই দলেই ভাল খেলোয়াড় আছে। তাই কাল শুরু থেকেই ভাল খেলা হবে মনে হয়। তবে বিপক্ষকে নিয়ে বেশি ভাবতে চাই না। নিজেদের খেলায় মন দিতে চাই।”
দলে খুব বেশি পরিবর্তনের প্রয়োজন নেই বলে মনে করেন মহামেডান কোচ। তিনি বলেন, “আমাদের দলে ভাল খেলোয়াড় আছে। তাদের পুরোপুরি কাজে লাগাতে চাই দল গত মাচে জয় পেয়েছে, সেই দলে বেশি পরিবর্তন না করাই ভাল। যতটুকু দরকার, ততটুকুই করব।”