দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইপিএলের ডবল হেডারের প্রথম পর্বে আজ মুখোমুখি হতে চলেছে কলকাতা এবং হায়দ্রাবাদ। অর্থাৎ একদিকে মর্গ্যান এবং অন্যদিকে ওয়ার্নার। নিজেদের গত ম্যাচে হেরেছিল দুই দলই। একদিকে যখন দক্ষিণী ডার্বিতে হায়দ্রাবাদকে হারিয়েছিল চেন্নাই, অন্যদিকে কলকাতা পুড়ে গিয়েছিল মুম্বাইয়ের নীল ঝড়ে।
হায়দ্রাবাদ দলের ক্ষেত্রে দেখতে গেলে ভুবনেশ্বর কুমারের চলে যাওয়া যে একটা বড় প্রভাব ফেলেছে এ নিয়ে কোন সন্দেহ নেই। ব্যাটিংয়ের ক্ষেত্রেও গত কয়েক ম্যাচ ধরে পরপর ব্যর্থ হয়েছেন জনি বেয়ারস্টো। ফলে তেমনভাবে জ্বলে উঠতে পারেননি ওয়ার্নারও। তবে আজ তারা কলকাতার সাথে খেলতে নামছে আবুধাবির ময়দানে। গত ম্যাচেও কলকাতার বিরুদ্ধে একই মাঠে হেরেছিল তারা। তাই মরিয়া প্রতিশোধ নিতে আজ উদগ্রীব হবে হায়দ্রাবাদ। আবুধাবির মন্থর পিচে অবশ্যই হায়দ্রাবাদের সবচেয়ে বড় বাজি হতে চলেছেন কেন উইলিয়ামসন। মিডল অর্ডারে তিনি যদি আজও গত দিনের মতোই সক্রিয় হয়ে উঠতে পারেন তাহলে বড় লক্ষ্যে পৌঁছে যাবার সম্ভাবনা রয়েছে সানরাইজেস হায়দ্রাবাদের।
বোলিংয়ের ক্ষেত্রেও দ্বিতীয় ইনিংসে আবুধাবিতে যথেষ্ট সাহায্য পাবেন রশিদ খান। তাই প্রথমে ব্যাট করে বড় রান খাড়া করতে পারলে আজ কলকাতাকে সমস্যায় ফেলতে পারে ওয়ার্নারের দল।
আরও পড়ুনঃ D মানে দুবাই, D মানে ডিভিলিয়ার্স, দর্প চূর্ণ রাজস্থানের এগিয়ে Virat
অন্যদিকে কলকাতার ক্ষেত্রে বড় সমস্যা হল ব্যাটিং ফর্মে না থাকা রাসেল মাসেল। ওপেনিংয়ে গিল ভালো শুরু পেলেও তার গতি যথেষ্ট মন্থর। সেভাবে রান পাননি দীনেশ কার্তিক, নীতিশ রানাও। সে ক্ষেত্রে সমস্যা রোজই বেড়ে যাচ্ছে অধিনায়ক ইয়ন মর্গ্যানের জন্য। আজ তিনি কীভাবে অধিনায়কত্বের দায়িত্ব সামলান এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে দলকে জয় এনে দিতে পারেন কিনা সেটাই এখন দেখার। ব্যাটিং অর্ডার ঢেলে সাজালে আদতে হয়তো উপকার পেতে পারে কলকাতা নাইট রাইডার্স। বিশেষ করে নীতিশ রানার জায়গায় তিননম্বরে অবশ্যই আসা দরকার অধিনায়ক ইয়ন মর্গ্যানের।
বোলিংয়ের ক্ষেত্রে সুনীল নারিন না থাকায় সমস্যা হয়েছে ঠিকই তবে সেক্ষেত্রে লকি ফার্গুসন এলে হয়তো সমস্যা অনেকটাই কমতে পারে নাইটবাহিনীর। কারণ ক্রিস গ্রীনের তুলনায় অভিজ্ঞতা অনেক বেশি ফার্গুসনের।
কলকাতা নাইট রাইডার্স (সম্ভাব্য দল) : শুভমান গিল,রাহুল ত্রিপাঠী, নীতিশ রানা, দীনেশ কার্তিক (উইকেট কিপার),ইয়ন মর্গ্যান(অধিনায়ক),লকি ফার্গুসন/ক্রিস গ্রীন, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স,শিবম মাভি, বরুণ চক্রবর্তী এবং প্রসিদ্ধ কৃষ্ণা।
সানরাইজেস হায়দ্রাবাদ(সম্ভাব্য দল): জনি বেয়ারস্টো (উইকেট কিপার),ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ক্যেন উইলিয়ামসন ,মনিশ পান্ডে, প্রিয়ম গর্গ,আব্দুল সামাদ, অভিষেক শর্মা, রাশিদ খান, টি. নটরাজন,খলিল আহমেদ /সিদ্ধার্থ কল, সন্দীপ শর্মা।