দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইপিএলের ডবল হেডারের দ্বিতীয় পর্বে আজ মাঠে নামতে চলেছে রোহিত শর্মার মুম্বাই এবং কে এল রাহুলের পাঞ্জাব। গত ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাসী এখন দুই দলই। যদিও মুম্বাইয়ের সামনে ট্র্যাক রেকর্ড মোটেই ভালো নয় পাঞ্জাবের। মুম্বাইয়ের সামনে গত ম্যাচেও পরাস্ত হতে হয়েছে তাদের। তবে পাঞ্জাবের জন্য সুখবর হলো দলে ফিরেছেন ক্রিস গেইল।
আরসিবির বিরুদ্ধে রান করে পাঞ্জাবের জয়ের খরাও বেশ কিছুটা কাটিয়েছেন তিনি। তবে মূল দায়িত্ব অবশ্যই থাকবে রাহুল-আগরওয়াল জুটির উপর। বুমরাহ, প্যাটিনসন এবং বোল্টের ত্রিফলা আক্রমনকে কিভাবে সামলায় পাঞ্জাব সেটাই এখন দেখার। তবে মধ্যক্রম নিয়ে চিন্তা অনেকটা কমতে পারে গেইল আসার পর। কারণ ভালো ফর্মে রয়েছেন নিকোলাস পুরানও।এবারের আইপিএলেও বেশ কিছু বড় ইনিংস এসেছে তার ব্যাট থেকে।


ব্যাটিং নিয়ে চিন্তা কিছুটা কমলেও বোলিংয়ে চিন্তা রয়েই গেছে পাঞ্জাবের। মহম্মদ শামি, শেলডন কর্টেলের পাশাপাশি দরকার একজন অভিজ্ঞ স্পিনার। সে ক্ষেত্রে বারবার ব্যর্থ হওয়া ম্যাক্সওয়েলের জায়গায় স্পিনার মুজিবুর রহমানকে নেওয়া যায় কিনা সেদিকে নজর থাকবে সকলেরই। তবে এবারের আইপিএলে বেস্ট নজর কেড়েছেন মুরুগান অশ্বিন এবং রবি বিশনোই।
আরও পড়ুনঃ D মানে দুবাই, D মানে ডিভিলিয়ার্স, দর্প চূর্ণ রাজস্থানের এগিয়ে Virat
অন্যদিকে চ্যাম্পিয়ন দলের মতোই খেলছে মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার অধিনায়কত্বও সত্যিই প্রশংসনীয়। ওপেনিংয়ে পরপর দুটি দুর্দান্ত ইনিংস খেলেছেন কুইন্টন ডি কক। ভালো শুরু পেলেও গত কয়েকটি ম্যাচে বড় রান পাননি রোহিত। কিন্তু তাও জয় তুলে নিতে কোন অসুবিধা হয়নি মুম্বাইয়ের। প্রত্যেক ম্যাচেই নায়ক হিসেবে সামনে এসেছেন সূর্য কুমার যাদব, ঈশান কিশান, কিরণ পোলার্ড, হার্দিক পান্ডেরা।


বোলিংয়ের ক্ষেত্রে বোল্ট, প্যাটিনসন এবং বুমরাহ জুটি বারবার ধ্বংস করে দিয়েছে বিপক্ষীয় প্রতিরোধকে। গত ম্যাচে অসাধারণ বোলিংয়ের সৌজন্যে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন স্পিনার রহুল চাহারও।তাই আজকের ম্যাচেও খাতায়-কলমে যে মুম্বাই ফেভারিট এ নিয়ে কোন সন্দেহ নেই।
কিংস ইলেভেন পাঞ্জাব (সম্ভাব্য দল):কে এল রাহুল (অধিনায়ক এবং উইকেট কিপার),মায়াঙ্ক আগারওয়াল,ক্রিস গেইল, নিকোলাস পুরান,গ্লেন ম্যাক্সওয়েল/মুজিবুর রহমান, সরফরাজ খান,মুরুগান অশ্বিন, রবি বিশনোই, শেলডন কর্টেল,মহম্মদ শামি।
মুম্বাই ইন্ডিয়ান্স (সম্ভাব্য দল) : রোহিত শর্মা (অধিনায়ক),কুইন্টন ডি কক (উইকেট কিপার),সূর্য কুমার যাদব, ঈশান কিশান, হার্দিক পান্ডে,কুনাল পান্ডে, কিরণ পোলার্ড, ট্রেন্ট বোল্ট, ন্যথন কুন্টারনাইল,জেমস প্যাটিনসন,রহুল চাহার, যশপ্রীত বুমরাহ।