দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইপিএলের ডাবল হেডারের প্রথম পর্বে মুখোমুখি হয়েছিল কলকাতায় এবং হায়দ্রাবাদ। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। অন্যদিনের তুলনায় আজ শুরুটা ভালোই হয়েছিল কলকাতার। মারমুখী শুরু করলেও ষষ্ঠ ওভারে ব্যাক্তিগত ২৩ রানে নটরাজনের বলে বোল্ড হয়ে ফিরে যান রাহুল ত্রিপাঠী।
তবে ধাক্কা সামলে অন্যপ্রান্তে পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেন শুভমান গিল এবং নীতিশ রানা।কিন্তু রানের গতি ছিল বেশ মন্থর। প্রথমে একটি জীবন দান পেলেও আজ সেভাবে ফায়দা তুলতে পারেনি গিল। পাঁচটি চারের সাহায্যে ৩৭ বলে ৩৬ রানের সাবধানী ইনিংস খেলে দ্বাদশ ওভারে রাশিদ খানের বলে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে।
আরও পড়ুনঃ বুমরাহের ইয়র্কার না ক্রিস গেইলের ব্যাটের ধার? আজ সন্ধ্যায় দুবাই কার
পরের ওভারেই আবার ধাক্কা খায় নাইট শিবির। রানের গতি বাড়াতে গিয়ে ২০ বলে ২৯ রান করে বিজয় শংকরের বলে আউট হন রানা। শুরুতে একটি বাউন্ডারি পেলেও আজও ব্যর্থ রাসেল, মাত্র ৯ রানে নটরাজনের বলে বিজয়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হয় তাকে।
ফলতো অনেকটাই চাপে পড়ে যায় নাইট রাইডার্স এবং সমস্ত দায়িত্ব এসে পড়ে অধিনায়ক মর্গ্যান ও দীনেশ কার্তিকের হাতে। শেষ পর্যন্ত তাদের ৫৮ রানের পার্টনারশিপের দৌলতেই ১৬৩ রানের সম্মানজনক টার্গেট খাড়া করে কলকাতা। মাত্র ১৪ বলে ২টি ছয় ও ২টি চারের সাহায্যে দীনেশ কার্তিক উপহার দেন ২৯ রানের দুরন্ত ইনিংস। মাত্র ২৩ বলে ১টি ছয় ও ৩ টি চারের সাহায্যে মর্গ্যান করেন ৩৪ রান।