34 C
Kolkata
Thursday, September 28, 2023
More

    হেলিকপ্টার শট না ডেথ লেংথ ইয়র্কার, কে দেখাবে চমত্‍কার

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইপিএলের লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস। নিজেদের গত ম্যাচে হারের সম্মুখীন হতে হয়েছে দুই দলকেই। চেন্নাইয়ের ক্ষেত্রে আরও বড় চিন্তার কারণ হলো রাজস্থানের বিরুদ্ধেও গত ম্যাচে জয় তুলে নিতে পারেনি তারা। তবে ওয়াটসন, ডুপ্লেসিস ফর্মে ফেরার ফলে ব্যাটিং নিয়ে চিন্তা অনেকটাই কমেছে।মিডিল অর্ডারে রানে ফিরেছেন রাইডু,জাদেজারাও।যদিও এই মরশুমে ধোনিকে এখনো সেই চেনা ছন্দে দেখা যায়নি, তবে ব্যাটিং বিষয়ক চিন্তা অনেকটাই কেটেছে সিএসকের।

    কিন্তু বোলিং নিয়ে সেই স্বাচ্ছন্দ্য মোটেই অর্জন করতে পারেনি চেন্নাই। ইমরান তাহির না থাকায় দীপক চাহার, ড্যারেন ব্রাভো এবং শ্যাম ক্যুরানের উপর বড্ড বেশি নির্ভরশীল হয়ে পড়েছে টিম। ব্যাটিংয়ে সফল হলেও স্পিন বিভাগে সেই ভাবে সফল হতে পারেননি রবীন্দ্র জাদেজা। তাই আজকের ম্যাচে জিততে গেলে আবুধাবির ময়দানে সুনিয়ন্ত্রিত বোলিং করতে হবে চেন্নাইকে। সেক্ষেত্রে চোটগ্রস্থ ড্যারেন ব্রাভোর জায়গায় ইমরান তাহিরকে খেলায় কিনা সিএসকে সেটাই এখন দেখার।

    আরও পড়ুনঃ গেইল-মায়াঙ্কের সুপার্ব ব্যাটিংয়ে দ্বিতীয় সুপার ওভারে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল পাঞ্জাব

    অন্যদিকে রাজস্থানের দল ভীষণ সম্ভাবনাময় হলেও এখনো পর্যন্ত আশানুরূপ প্রদর্শন করতে পারেনি তারা। প্রশ্ন উঠেছে অধিনায়ক স্টিভ স্মিথের বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিয়েও।গোড়াপত্তনকারী ব্যাটসম্যান হিসেবে গত ম্যাচে রবিন উথাপ্পার নির্বাচন সঠিক হলেও বাটলারকে মিডল অর্ডারে খেলানোর সিদ্ধান্তকে সমর্থন করতে পারেননি অনেক ক্রিকেট বিশ্লেষকই। তবে গত ম্যাচে অধিনায়কোচিত ইনিংস খেলে ব্যাটিং দুর্বলতা কিছুটা ঢেকে দিতে সক্ষম হয়েছিলেন স্টিভ। এই ম্যাচে তাই বেন স্টোকসকে তার নিজের জায়গা ফিনিশার হিসাবে ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন।

    বোলিংয়ের ক্ষেত্রে বড় বেশি জোফরা আর্চার নির্ভর হয়ে পড়েছে দল। কার্তিক তিয়াগী কিছুটা আশা জাগালেও তার মধ্যেও অভিজ্ঞতার অভাব কষ্ট। যদিও অলরাউন্ডার হিসেবে ম্যাজিক ম্যান রাহুল তেওয়াটিয়া দলের অনেক মুশকিলই আসান করেছেন কিন্তু জিততে গেলে স্পিন বিভাগে আরও ভালো প্রদর্শন করতে হবে শ্রেয়াস গোপালকে। এই হাড্ডাহাড্ডি ম্যাচে খাতায়-কলমে কাউকেই এগিয়ে রাখা কেমন ভাবে সম্ভব নয়। আজ দুই দলের সুযোগই রয়েছে সমান।

    চেন্নাই সুপার কিংস (সম্ভাব্য দল) : শ্যেন ওয়াটসন,ফ্যাফ ডুপ্লেসিস,অম্বতি রাইডু ,মহেন্দ্র সিংহ ধোনি (উইকেটকিপার ও অধিনায়ক),ড্যারেন ব্রাভো/ইমরান তাহির, স্যাম ক্যুরান,কেদার যাদব/নারায়ন জগদীশন, শার্দুল ঠাকুর ,রবীন্দ্র জাদেজা, পীযূষ চাওলা, দীপক চাহার।

    রাজস্থান রয়্যালস (সম্ভাব্য দল): স্টিভ স্মিথ (অধিনায়ক), জস বাটলার (উইকেট কিপার),সঞ্জু স্যামসন,রবিন উথাপ্পা,রিয়ান পরাগ রাহুল তেওয়াটিয়া, বেন স্টোকস ,শ্রেয়স গোপাল,জোফরা আর্চার,জয়দেব উনাদকাট ,কার্তিক তিয়াগী।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    জানেন বিশ্ব কাঁপানো গোয়েন্দা সংস্থা কোন গুলি ? জানুন অজানা তথ্য

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কোন দেশের গোয়েন্দা সংস্থা সবচেয়ে দুর্ধর্ষ-এমন কৌতূহল অনেকের মধ্যে আছে। তবে ইন্টারনেটের বিভিন্ন...

    ১০ সেকেন্ডের টর্নেডো ! তছনছ হাবড়ার কুমড়া গ্রাম

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হাবড়ায় ১০ সেকেন্ডের সাইক্লোন। নিমেষে লণ্ডভণ্ড গোটা এলাকা। কিছু বুঝে ওঠার আগেই ঝড়ের...

    কতদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বিগত ক’দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে...

    ‘‌ফেলো কড়ি , পাও পঞ্চায়েতের পদ’‌ ! বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিশ আলি। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও...

    বড় সিদ্ধান্ত মোদী সরকারের ! গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে চলেছে ‘বার্থ সার্টিফিকেট’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার থেকে বার্থ সার্টিফিকেটই হতে চলেছে সবেচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কারণ ১ অক্টোবর থেকেই...