দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ কাল মুম্বাইয়ের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে দ্বিতীয় সুপার ওভারে জয় তুলে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব। প্রসঙ্গত উল্লেখ্য কাল প্রথমে ব্যাট করে ডি কক-পোলার্ডের দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে নির্ধারিত কুড়ি ওভারে ১৭৬ রান তোলে মুম্বাই। জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই ম্যাচে চালকের আসনে থাকলেও ১৮ তম ওভারে দুরন্ত ইয়র্কারে কে এল রাহুলের অধিনায়কোচিত ৭৭ রানের ইনিংস শেষ করে দেন বুমরাহ। ফলতো কুড়ি ওভার শেষে সেই ১৭৬ রানে আটকে যায় কিংস ইলেভেন পাঞ্জাব।
মীমাংসা হয়না প্রথম সুপার ওভারেও। বুমরাহ রাহুল এবং পুরাণের উইকেট তুলে নিয়ে মাত্র ৫ রানে পাঞ্জাবের ইনিংস থামিয়ে দিলেও জয়ের জন্য দরকার নির্ধারিত ৬ রান তুলতে দেননি মহম্মদ শামি। রোহিত শর্মা কুইন্টন ডি ককের মতো বিশ্বসেরা ব্যাটসম্যানদেরও গতকাল তিনি আটকে দেন ৫ রানে।
ফলে ম্যাচ গড়ায় দ্বিতীয় সুপার ওভারে।ব্যাট করতে এসে ক্রিস জর্ডানের বলে একটি সুন্দর বাউন্ডারি তুলে নিয়ে পাঞ্জাবকে ১২ রানের টার্গেটের সামনে দাঁড় করিয়ে দেন পোলার্ড। কিন্তু এই রান আর রক্ষা করতে পারেননি ট্রেন্ট বোল্ট। প্রথম বলেই বিশাল ছক্কা হাঁকিয়ে ব্যবধান অনেকটাই কমিয়ে দেন ক্রিস গেইল। যোগ্য সঙ্গ দিয়ে পরপর দুটি বাউন্ডারি তুলে পাঞ্জাবকে জয়ের সরণিতে পৌঁছে দেন মায়াঙ্ক।
আরও পড়ুনঃ গেইল-মায়াঙ্কের সুপার্ব ব্যাটিংয়ে দ্বিতীয় সুপার ওভারে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল পাঞ্জাব
এই রুদ্ধশ্বাস ম্যাচ নিয়ে শুধু যে দর্শকরা উচ্ছ্বসিত তাই না, উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেটের বিশ্বসেরা প্রাক্তনীরাও।
কাল সোশ্যাল মিডিয়ায় পরপর টুইটে ম্যাচ নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন তারা।
বিশ্বকাপজয়ী যুবরাজ সিংহ মন্তব্য করেন,
“২০১৯ সালের বিশ্বকাপ ফাইনাল নাকি কালকের মুম্বাই-পাঞ্জাবের ম্যাচ কোনটা বেশি ভালো? সত্যি অভাবনীয় একটা খেলা হলো আজ। দুই দলই ভীষণ পরিশ্রম করেছে। মুম্বাইয়ের হয়ে ম্যাচের অভিমুখ বদলে দিয়েছিলেন বুমরাহ। আর পাঞ্জাবের হয়ে ম্যাচ বদলে দেন কে এল রাহুল ওয়ার্ল্ড বস গেইল এবং মায়াঙ্ক আগারওয়াল।”
প্রাক্তন ভারতীয় অফস্পিনার হরভজন সিং লেখেন, “সত্যি অভাবনীয় একটা খেলা, কোনকিছুই আইপিএলকে পরাস্ত করতে পারবেনা। টিভির জন্য এটাই হল সর্বোত্তম বিনোদন”
নিজের মজাকিয়া মেজাজে ম্যাচ নিয়ে মতামত প্রকাশ করেন বীরেন্দ্র সেওয়াগও।বিখ্যাত হিন্দি সিনেমার ডায়ালগের অনুকরণে টুইটারে তিনি লেখেন
” ‘দিন এক সুপার ওভার দো, বহত নাইনসাফি নেহি হ্যায়।’
২০২০ সালের সব থেকে সেরা উপহার হল আইপিএল। তার কারণ কালকের মুম্বাই-পাঞ্জাব ম্যাচ”
ম্যাচ নিয়ে নিজের মতামত দিয়েছেন একসময়ের বিখ্যাত পেস বোলার তথা ধারাভাষ্যকার ইরফান পাঠানও
“এমনকি সুপার ওভার এই ম্যাচের ফলাফল নির্ণয়ে ব্যর্থ হয়েছিল। শেষ পর্যন্ত তারাই জিতলেন যাদের জন্য জয়টা প্রচণ্ড দরকার ছিল। “