দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইপিএলে মহারণে মুখোমুখি হয়েছিল রাজস্থান এবং চেন্নাই। নিজের দুশোতম ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে রাজস্থান বোলিং লাইন আপের দাপটে শুরুটা আজ মোটেই ভাল হয় নি তাদের। মাত্র ১০ রানের জোফরা আর্চার এর বলে সাজঘরে ফিরতে হয় ডুপ্লেসিসকে। কার্তিক তিয়াগির দুরন্ত বলে ৮ রানে প্যাভিলিয়নে ফেরেন চেন্নাইয়ের দ্বিতীয় স্তম্ভ শেন ওয়াটসনও।স্যাম করন কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও আজও ব্যর্থ হন রাইডু। শেষ পর্যন্ত ২৫ বলে ২২ রান করে করন সাজঘরে ফেরার পর পুরো দায়িত্ব এসে পড়ে মহেন্দ্র সিং ধোনি এবং জাদেজার কাঁধে।
৫১ রানের পার্টনারশিপ গড়ে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও রান তোলার গতি ছিল যথেষ্ট মন্থর। শেষ পর্যন্ত দুটি চারের সাহায্যে ২৮ বলে ২৮ রানের সাবধানী ইনিংস উপহার দেন মাহি। চারটি চারের সাহায্যে ৩০ বলে ৩৫ রানের যে দুরন্ত ইনিংস খেলেন জাদেজা মূলত তাঁর সৌজন্যেই বিরুদ্ধ পরিস্থিতিতে ১২৫ রানের সম্মানজনক লক্ষ্যমাত্রায় পৌঁছানোর চেন্নাই। রাজস্থানের হয়ে একটি করে উইকেট তুলে নেন রাহুল, কার্তিক, আর্চার এবং গোপাল।
আরও পড়ুনঃ মুম্বাই-পাঞ্জাব রুদ্ধশ্বাস ম্যাচের প্রশংসায় বিশ্বসেরা ভারতীয় প্রাক্তনীরাও, দেখে নিন এক ঝলকে
জবাবে ব্যাট করতে নেমে বিষাক্ত পিচে চেন্নাইয়ের দুরন্ত সুইংয়ের সামনে মাত্র পাঁচ ওভারেই তিন তিনটি উইকেট হারিয়ে ফেলে রাজস্থান। দীপক চাহারের দুরন্ত বোলিংয়ের সামনে আজও ব্যর্থ হন স্টোকস এবং স্যামসান। দায়িত্বহীন শট খেলে হেজেলউডের বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রবিন উথাপ্পাও।ফলতো অনেকটাই চাপে পড়ে যায় রাজস্থান এবং সমস্ত দায়িত্ব এসে পড়ে শেষ অভিজ্ঞ জুটি বাটলার এবং অধিনায়ক স্মিথের কাঁধে।
বড় মাঠে সুযোগকে কাজে লাগিয়ে মূলত সিঙ্গেলস এবং ডবলসের দিকে মনোযোগ দেন তারা। প্রথম পর্বে স্মিথ মন্থর হলেও সুযোগমতো বাউন্ডারি তুলে নেবার চেষ্টা করেন বাটলার। বিরুদ্ধ পরিস্থিতিতেও নিজের জাত চেনাতে ভুল করেননি বাটলার। মাত্র ৩৮ বলে পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে নিজের দুরন্ত অর্ধশতক পূর্ণ করেন তিনি। অন্যদিকে খোলস ছেড়ে বেরোতে শুরু করেন স্মিথও। নিজের অর্ধশতক পূর্ণ করার পরেই আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেন বাটলার। পীযূষ চাওলার ওভারে পরপর তিনটি বাউন্ডারি তুলে নিয়ে লক্ষ্যমাত্রায় ব্যবধান কমিয়ে আনেন তিনি। ফলে চার ওভার বাকি থাকতেই বাতাসে জয়ের সুগন্ধ পেতে শুরু করে রাজস্থান রয়্যালস।
শেষ পর্যন্ত বাটলারের অপরাজিত ৭০ এবং স্মিথের ২৬ রানের অধিনায়কোচিত ক্যামিওর দৌলতে ১৫ বল বাকি থাকতেই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় রাজস্থান। এই জয়ের ফলে আপাতত লিগ টেবিলের পঞ্চম স্থানে উঠে এল তারা।