দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ম্যাচের মাঝেই ক্যামেরায় কয়েদ বিতর্কিত দৃশ্য। রাজস্থান রয়েলসের বিরুদ্ধে ব্যাঙ্গালোরের খেলায় টেনশন জমেছিল এমনিতেই। শেষ ওভারে অসামান্য ইনিংস খেলে ব্যাঙ্গালোরের বিজয় ছিনিয়ে এনেছিলেন ডিভিলিয়ার্স। কিন্তু এই চিন্তা মুখর ম্যাচেই ক্যামেরায় কয়েদ হল এক বিতর্কিত দৃশ্য।
ম্যাচ তখন শেষ ওভারে, ৫ বলে জয়ের জন্য ব্যাঙ্গালোরকে তুলে নিতে হবে ৮ রান।ক্রিজে ছিলেন গুরক্রীত এবং এবি ডি ভিলিয়ার্স। ঠিক সেই সময় রুদ্ধশ্বাস ম্যাচে প্লেয়ারদের মানসিক অবস্থা দেখানোর জন্য ক্যামেরা ঘোরানো হয় ব্যাঙ্গালোরের ড্রেসিং রুমের দিকে।
আরও পড়ুনঃ মুম্বাই-পাঞ্জাব রুদ্ধশ্বাস ম্যাচের প্রশংসায় বিশ্বসেরা ভারতীয় প্রাক্তনীরাও, দেখে নিন এক ঝলকে
বলতো শাহবাজ আহমেদের সঙ্গে অজান্তেই ক্যামেরায় ধরা পড়ে অ্যারন ফিঞ্চের মুখ। দেখা যায় ম্যাচ চলাকালীনই ধূমপানে ব্যস্ত তিনি। ভেপোরাইজার থেকে পাফ নিতে মুখ দিয়ে ধোঁয়া উদগীরণ করতেও দেখা যায় তাকে। ঘটনাটির টিভিতে টেলিকাস্ট হবার পরেই হু হু করে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
তীব্র সমালোচনা তো বটেই, অনেকেই প্রশ্ন তোলেন ম্যাচ চলাকালীন ধূমপান আদৌ কি আইন সংগত? তবে ম্যাচ চলাকালীন ধূমপান করে ক্যামেরায় ধরা পড়া ক্রিকেটারের তালিকায় ফিঞ্চ মোটেই প্রথম নন।
২০১৫ সালে বিশ্বকাপ চলাকালীন সেমিফাইনাল ম্যাচের সময় ওয়াশরুমে বসে স্মোক করেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককুলাম, যিনি বর্তমানে কোচ হিসেবে যুক্ত কলকাতা নাইট রাইডার্স দলে।
সূত্রের খবর অনুযায়ী, ২০১৯ সালে ইংল্যান্ডের বিশ্বজয়ী নায়ক বেন স্টোকস ফাইনালে সুপার ওভারে ব্যাট করতে নামার আগে সিগারেট টানেন, বর্তমানে তিনিও যুক্ত রয়েছেন রাজস্থান রয়েলস দলে। এছাড়া ২০১৭-১৮ মরশুমের অ্যাসেজ সিরিজেও ধূমপান করতে গিয়ে ক্যামেরায় ধরা পড়েন অস্ট্রেলিয় তারকা শন মার্শ ও জ্যাকসন বার্ড।