দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ গতকাল আইপিএলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে দিল্লির বিরুদ্ধে মাঠে নেমে জয় ছিনিয়ে নিয়েছে পাঞ্জাব। ফলে তারা উঠে এসেছে লীগ টেবিলের পঞ্চম স্থানে। এই মুহূর্তে আজকের ম্যাচ তাই আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জন্য। একদিকে নিজেদের গত ম্যাচে জয় তুলে নিয়েছে দুই দলই। অপরপক্ষে এই মরশুমে কেকেআরের বিরুদ্ধে প্রথম ম্যাচে বড় জয় ছিনিয়ে নিয়েছে ব্যাঙ্গালোর।তাই এই খেলায় আপাতত তাদের মনোবল যে তুঙ্গে তা নিয়ে কোন সন্দেহ নেই।
ব্যাটিংয়ের ক্ষেত্রে ব্যাঙ্গালোরের চিন্তা রয়েছে কেবলমাত্র মধ্যক্রম নিয়ে দেবদূত পাডিক্কল, বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্স ফর্মে থাকলেও সেভাবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি অ্যারন ফিঞ্চ। সুতরাং ব্যাটিং জুটি হয়ে পড়েছে বড় বেশি ত্রিফলা আক্রমণ নির্ভর।
বোলিংয়ে ক্রিস মরিস আসার পরে জোরে বোলিংয়ের শক্তি অনেকটাই বেড়েছে ব্যাঙ্গালোরের। অন্যদিকে স্পিন বিভাগে যুবেন্দ্র চাহাল তো রয়েছেনই।
আরও পড়ুনঃ শিখরের শতরান সত্ত্বেও এলোনা জয়, নিকোলাসের ব্যাটে ঘুরে দাঁড়ালো পাঞ্জাব
অন্যপ্রান্তে কলকাতা নাইট রাইডার্সের দিক থেকে দেখতে গেলে আন্দ্রে রাসেল না থাকায় দল নিয়ে অনেকটাই ভাবনা চিন্তা করতে হবে মর্গ্যান বাহিনীকে। সাথে সাথে আরো দ্রুত রান তোলার চেষ্টা করতে হবে গোড়াপত্তনকারী ব্যাটসম্যান শুভমান গিলকেও। অন্যদিকে রানের মধ্যে ফিরতে হলে উপরে ব্যাটিং করতে আসতে হবে অধিনায়ক মর্গ্যানকেও।
কেকেআর বোলিং আক্রমণের ক্ষেত্রে লকি ফার্গুসন আসার ফলে অনেকটাই শক্তি বৃদ্ধি করেছে দল। সঙ্গে প্যাট কামিন্সও পেয়েছেন যোগ্য জুটি। তবে আন্দ্রে রাসেলের জায়গায় আজ কাকে খেলাবে কেকেআর সেটাই এখন দেখার।
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (সম্ভাব্য দল): দেবদূত পাডিকাল , অ্যারন ফিঞ্চ/মঈন আলি,বিরাট কোহলি (অধিনায়ক), এ.বি ডিভিলিয়ার্স,ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, ইসরু উদানা , নবদীপ সাইনি,ক্রিস মরিস , মহম্মদ সিরাজ,যুবেন্দ্র চাহাল।
কলকাতা নাইট রাইডার্স (সম্ভাব্য দল): শুভমান গিল,টম ব্যান্টন/সুনীল নারিন , নীতিশ রানা, দীনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেট কিপার),ইয়ন মর্গ্যান, রাহুল ত্রিপাঠী, লকি ফার্গুসন, প্যাট কামিন্স,শিবম মাভি, বরুণ চক্রবর্তী এবং কমলেশ নগরকোটী।