26 C
Kolkata
Thursday, May 26, 2022
More

  “AWESOME” ওয়েডিং ফটোশুট করলেন বাংলাদেশী ক্রিকেটার সানজিদা ইসলাম

  দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ বাংলাদেশী মহিলা ক্রিকেট দলের ফ্যানদের জন্য এই করোনা আবহে এলো নতুন সুখবর। বিবাহিত জীবন শুরু করতে চলেছেন বাংলাদেশ জাতীয় টিমের ক্রিকেটার সনজিদা ইসলাম। স্বামী-স্ত্রী দুজনেই ক্রিকেটার। একজন বাংলাদেশ নারী দলের। অন্যজন রংপুর বিভাগীয় দলের হয়ে খেলেন। সানজিদা ইসলাম ও মীম মোসাদ্দেক গত ছয় বছর ধরে জড়িত ছিলেন প্রেম সম্পর্কে । শেষ পর্যন্ত সেই সম্পর্ককে তারা বিবাহে রূপ দিয়েছেন শুক্রবার। 

  এই বিবাহ প্রসঙ্গে সানজিদা বলেন, ‘আমাদের প্রেমের সম্পর্কে অনেক বাধা এসেছিল। সব জয় করে আমরা এগিয়ে যেতে পেরেছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। মীমের সঙ্গে আমার পরিচয় রংপুর ক্রিকেট একাডেমিতে। শুরুতে বন্ধুত্ব। ধীরে ধীরে আমাদের মাঝে সম্পর্ক গড়ে ওঠে।’

  আরও পড়ুনঃ সিরাজের আক্রমণে বিধ্বস্ত নাইটবাহিনী, ৮৪ রানেই শেষ কলকাতার ইনিংস

  তবে মূল চমক ছিল বিবাহের ওয়েডিং ফটোশুটে। সম্পূর্ণ বিবাহের সাজে শাড়ি পড়ে ব্যাট হাতে ফটোশুট করতে দেখা যায় এই বাংলাদেশি টপ অর্ডার ব্যাটসম্যানকে। এই আইডিয়া যে অভিনব তা নিয়ে কোন সন্দেহ নেই। ফলে সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল হতেও খুব সময় নেয়নি সানজিদার এই ছবিগুলি।

  সম্পূর্ণ বিবাহের সাজে শাড়ি পড়ে ব্যাট হাতে ফটোশুট করতে দেখা যায় এই বাংলাদেশি টপ অর্ডার ব্যাটসম্যানকে

  প্রসঙ্গত উল্লেখ্য ২০১২ সালে প্রথমবার দেশের জার্সিতে মাঠে নেমেছিলেন সানজিদা। এখন পর্যন্ত ১৬টি একদিনের আন্তর্জাতিক এবং ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। একদিনের আন্তর্জাতিক ম্যাচে তার মোট রান ১৭৪ এবং টি-টোয়েন্টিতে তার সংগ্রহ ৫২০ রান।

  Related Posts

  Comments

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  সেরা পছন্দ

  ফের বেসরকারিকরণের পথে রাষ্ট্রায়ত্ত সংস্থা ! তালিকায় আর কোন কোন সংস্থা ?

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ফের বেসরকারিকরণের পথে একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। এবার হিন্দুস্তান জিঙ্ক। দেশের বৃহত্তম ইন্টিগ্রেটেড জিঙ্ক প্রস্তুতকারী...

  ‘মাঙ্কিপক্স’ মোকাবিলায় কতটা প্রস্তুত ভারত ? কি বলছে বিশেষজ্ঞরা

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : করোনা মহামারির বিপদ কাটতে না কাটতেই শিয়রে অন্য বিপদ, ‘মাঙ্কিপক্স’ সংক্রমণ। WHO-র সাম্প্রতিকতম তথ্য...

  ত্রাতা সেই মুখ্যমন্ত্রী , নতুন ইনভেস্টর পেল ইস্টবেঙ্গল ক্লাব

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ত্রাতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ইনভেস্টর সমস্যা মিটে গেল ইস্টবেঙ্গলে। লাল-হলুদে ইনভেস্টর হিসাবে...

  করোনা মোকাবিলায় মোদীর প্রশংসায় পঞ্চমুখ বাইডেন , দুষলেন চীনকে

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কয়েকদিন আগে WHO জানিয়েছিল, কোভিডে মৃতের সংখ্যা চেপে গিয়েছে ভারত। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো...

  আগামীকাল ভারত বনধের ডাক ! একাধিক দাবি সংখ্যালঘু সম্প্রদায় কর্মচারী ফেডারেশনের

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : আবারও ২৫ মে ভারত বনধের ডাক। ভোটে ইভিএম-র ব্যবহার বন্ধ সহ একাধিক বিষয়ে ভারত...