দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আবুধাবির বিষাক্ত পিচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাইনি, চাহাল এবং সিরাজের দৌরাত্ম্যে প্রথম পর্বে মাত্র ৮৪ রানেই শেষ হয়ে যায় কলকাতার ইনিংস। কেকেআরের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক ইয়ন মর্গ্যান।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আজ চালকের আসনে ছিল ব্যাঙ্গালোর। ফিঞ্চ একটু সময় নিলেও আক্রমণাত্মক শুরু করে পাওয়ার প্লের ফায়দা তোলার চেষ্টা করেন দেবদূত পাডিক্কল। তবে ভালো শুরু করলেও বেশিক্ষণ টিকে থাকতে পারেনি দেবদূত। মাত্র ১৭ বলে তিনটি চারের সাহায্যে সুন্দর ২৫ রানের ক্যামিও খেলে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে ফিরতে হয় তাকে। এর কিছু আগেই লকি ফার্গুসন সাজঘরে ফেরান অন্য গোড়াপত্তনকারী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চকেও।
আরও পড়ুনঃ এ.বি.ডি -কোহলি আর অ্যারন নাকি কামিন্স-ফার্গুসন, জিতবে কারা মহারণ
ফলে সমস্ত দায়িত্ব এসে পড়ে অধিনায়ক বিরাট কোহলি এবং গুরকিরাত সিং মানের কাঁধে। নাইট রাইডার্স তরফে ফার্গুসন ধাক্কা দিলেও ডিফেন্ড করার মতো যথেষ্ট রান ছিল না কলকাতার ঝুলিতে। আর তার ওপর ক্রিজে ছিলেন চেস-মাস্টার বিরাট কোহলি। অন্যদিকে গত কয়েকটি ম্যাচে তেমনভাবে সাফল্য না পেলেও আজকে পাওয়া সুযোগ সম্পূর্ণভাবে কাজে লাগান তরুণ গুরকীরত। ধীর গতির পিচেও নিজের প্রতিভাকে সম্পূর্ণ কাজে লাগিয়ে চারটি চারের সাহায্যে ২১ রানের প্রয়োজনীয় ইনিংস খেলেন তিনি। ২টি চারের সাহায্যে ১৮ রানের সুন্দর ইনিংস খেলে ম্যাচে ফিনিশিং টাচ দেন অধিনায়ক বিরাট কোহলি।
মূলত তাদের এই ব্যাটিংয়ের সৌজন্যেই ৩৯ বল বাকি থাকতেই ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কলকাতার বিরুদ্ধে এই জয়ের ফলে তারা এখন উঠে এল পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। অন্যদিকে এই লজ্জাজনক হারের ফলে ভীষণ ক্ষতিগ্রস্ত হলো কেকেআরের নেট রানরেট। আগামী দিনে শেষ চারে যাওয়ার ক্ষেত্রে যা ভোগাতে পারে কলকাতাকে।