দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইপিএলে ডু অর ডাই ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে হায়দ্রাবাদ। ভালো নেট রান রেটের কারনে শেষ চারে পৌঁছে যাবার আশায় এখনো জীবিত রয়েছে হায়দ্রাবাদের। অন্যদিকে রাজস্থানের ক্ষেত্রে শেষ চারে পৌঁছাতে গেলে আগামী চারটি ম্যাচেই জিততে হবে তাদের। তাই আইপিএলের এই ম্যাচ ডু অর ডাই দু পক্ষের জন্যই।
তবে বিশেষত সানরাইজেস হায়দরাবাদের জন্য এই ম্যাচের ভূমিকা অনেকটাই। কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সবচেয়ে নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান কেন উইলিয়ামসনকে সম্ভবত মাঠে পাবে না তারা। কেকেআরের বিগত ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি।সেক্ষেত্রে তার জায়গায় আজ খেলানো হতে পারে জেসন হোল্ডার বা মহম্মদ নাবিকে।আর এই পরিস্থিতির উদয় হলে ভারসাম্য অনেকটাই বিঘ্নিত হবে হায়দ্রাবাদ শিবিরের। সেক্ষেত্রে গুরু দায়িত্ব এসে পড়বে অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টোর উপর।একা হাতে মধ্য ক্রম সামলাতেও অনেকটা দায়িত্ব নিতে হবে মনীশ পান্ডেকে।
বোলিংয়ের ক্ষেত্রে ভুবনেশ্বর কুমার চলে যাওয়ার পরে চাপ বেড়েছে রাশিদ খানের উপর। নটরাজন, থাম্পি এবং সন্দীপ শর্মা জোরে বোলিংয়ের দায়িত্ব সামলালেও অভিজ্ঞতা তাঁদের মধ্যে নেই তেমন ভাবে। সেক্ষেত্রে রাজস্থানের রাজকীয় ব্যাটিংয়ের সামনে অনেকটাই সমস্যায় পড়তে পারে দল।
আরও পড়ুনঃ সিরাজের আক্রমণে বিধ্বস্ত নাইটবাহিনী, ৮৪ রানেই শেষ কলকাতার ইনিংস
রাজস্থান অন্যদিকে ভুগছে তাদের ভুল সিদ্ধান্তের জেরে। বেন স্টোকসকে ওপরে ব্যাটিং করতে পাঠানোর জেরে বাটলারকে খেলতে হচ্ছে মধ্যক্রমে। আগের ম্যাচ এই সিদ্ধান্ত কাজে দিলেও রাশিদ খানের মতো অভিজ্ঞ বোলারের সামনে আজ যথেষ্ট সমস্যায় পড়তে পারেন বাটলার। তাই আজ বাটলার এবং উথাপ্পার ওপেনিংয়ে আসাই বাঞ্ছনীয়। অন্যদিকে রানী ফিরতে হবে স্টিভ স্মিথ, সঞ্জু স্যামসনকেও। ম্যাচ জিততে হলে আজ ক্ষমতা অনুযায়ী প্রদর্শন করতে হবে রাজস্থানকে।
বোলিংয়ের ক্ষেত্রেও বড় বেশি জোফরা আর্চার নির্ভর হয়ে পড়েছে দল। কার্তিক তিয়াগী, শ্রেয়াস গোপাল, রাহুল তেওয়াটিয়া প্রত্যেককেই আজ নিজের ক্ষমতার শ্রেষ্ঠ প্রদর্শন করতে হবে তবেই হায়দ্রাবাদের মত শক্তিশালী অ্যাটাকের বিরুদ্ধে ম্যাচ জিতে নিজেদের শেষ চারে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে পারবে তারা।
সানরাইজেস হায়দ্রাবাদ(সম্ভাব্য দল): জনি বেয়ারস্টো (উইকেট কিপার),ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ক্যেন উইলিয়ামসন/জেসন হোল্ডার/মহম্মদ নাবি ,মনিশ পান্ডে, প্রিয়ম গর্গ,আব্দুল সামাদ, অভিষেক শর্মা, রাশিদ খান, টি. নটরাজন,বাসিল থাম্পি/খলিল আহমেদ /সিদ্ধার্থ কল, সন্দীপ শর্মা।
রাজস্থান রয়্যালস (সম্ভাব্য দল): স্টিভ স্মিথ (অধিনায়ক), জস বাটলার (উইকেট কিপার),সঞ্জু স্যামসন,রবিন উথাপ্পা,রিয়ান পরাগ রাহুল তেওয়াটিয়া, বেন স্টোকস ,শ্রেয়স গোপাল,জোফরা আর্চার,জয়দেব উনাদকাট ,কার্তিক তিয়াগী।