দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইপিএলের এবারের মরশুম ভালো যায়নি চেন্নাই সুপার কিংসের জন্য। শুরু থেকেই মিলেছে একের পর এক হার।শুধু তাই নয় কিভাবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।কিন্তু রেকর্ডবুক থেকে তাও মুছে যায়নি তার নাম।
ব্যাটিং না হলেও উইকেটের পেছনে এবছর সফল ধোনি। দুটো দুর্দান্ত ক্যাচ আগেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার সামনে এলো অন্য এক নতুন তথ্য। এবারের আইপিএলে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ স্টাম্পিং এবং ক্যাচ ধরার রেকর্ড রয়েছে এখনো ধোনির নামে। সর্বসাকুল্যে তার স্টাম্পিং এবং ক্যাচ সংখ্যা এখন ১৫।
যায় এবারের আইপিএলে যেকোনো উইকেট কিপারের থেকে বেশি। ব্যাটে রান না পেলেও ম্যাচে তার কন্ট্রিবিউশন রাখতে কখনো ভোলেন না মাহি। খেলোয়াড়দের চোট-আঘাত, হরভজন সিংহ, সুরেশ রায়নার আইপিএলে অংশগ্রহন না, করা প্রভৃতি নানান কারণে এবারের আইপিএলে অনেকটাই অশক্ত হয়ে পড়েছে সিএসকে।
আরও পড়ুনঃ সিরাজের সুপারহিট বোলিংয়ে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে লজ্জাজনক হার কলকাতার
অধিনায়ক হিসেবেও বারবার টেম্পার লুজ করেছেন ধোনি। কিন্তু উইকেটের পিছনে তার মাথা এখনো একই রকম কুল। সেখানে নিজেকে মেলে দিতে কোন কসুর করেননি তিনি। লিক স্টাম্পের বাইরে ড্রাইভ দিয়ে নেওয়া তার ক্যাচ এখনো লজ্জা দিতে পারে যেকোনো তরুণকে।
স্টাম্পিংয়ের ক্ষেত্রেও একই রকম তৎপর তিনি।যেভাবে দ্রুততার সঙ্গে বল সংগ্রহ করে বিল উড়িয়ে দেন মাহি তা সত্যিই অনবদ্য। তাই উইকেট কিপার সংক্রান্ত রেকর্ড বুকে তার নাম যে উপরের দিকে থাকবে এ আর নতুন কথা কি।