দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইপিএলের মরিয়া লড়াইয়ে মুখোমুখি হয়েছিল রাজস্থান এবং হায়দ্রাবাদ। টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। প্রথমে ব্যাট করে বেন স্টোকসের ৩০ এবং এবং সঞ্জু স্যামসনের ৩৬ রানের দৌলতে ১৫৪ রানেই শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় হায়দ্রাবাদ।মাত্র ৪ রানে আর্চারের বলে স্টোকসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। প্রথমেই ধাক্কা খাওয়ায় ম্যাচের গুরুদায়িত্ব এসে পড়ে জনি বেয়ারস্টো এবং মনীশ পান্ডের কাঁধে।কিন্তু জোফরা আর্চারের দাপটে বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি জনি বেয়ারস্টোও।মাত্র ১০ রানে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকেও।
আরও পড়ুনঃ হায়দ্রাবাদের বোলিং ঝাঁঝে থমকে গেল রাজস্থানের মরুঝড়
অন্যপ্রান্তে উইকেট পতন জাড়ি থাকলেও আজ মেজাজে ছিলেন মনীশ পান্ডে। বেন স্টোকসের প্রথম ওভারেই পরপর দুটি ওভার বাউন্ডারি তুলে নেন তিনি। তরুণ কার্তিক তিয়াগীর বিরুদ্ধেও একই রকম আক্রমণাত্মক ছিলেন পান্ডে।ষষ্ঠ ওভারে তার বলে পরপর দুটি ছয় ও একটি চার তুলে নেন তিনি। মাত্র ২৮ বলে তিনটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে নিজের দুরন্ত অর্ধশতক পূর্ণ করেন মনীশ পান্ডে।
অন্যপ্রান্তে শুরুতে সময় নিলেও শ্রেয়াস গোপালের ওভারে পরপর দুটি চার তুলে নিয়ে খোলস ছেড়ে বেরোতে শুরু করেন বিজয় শংকরও। ষোলতম ওভারে আর্চারের বল আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি এবং পরপর তিনটি বাউন্ডারি তুলে নেন। মনীশ এবং বিজয়ের এই অসাধারণ পার্টনারশিপের দৌলতেই ফলে ম্যাচে চালকের আসনে ফিরে আসে হায়দ্রাবাদ। কার্তিকের বলে বাউন্ডারি মেরে নিজের সাবধানী অর্ধশতক পূর্ণ করেন বিজয় শংকরও
শেষশেষ পর্যন্ত মনিশ পান্ডের আটটি ছয় ও চারটি চারের সাহায্যে গড়ে তোলা অপরাজিত ৮৩ রানের ইনিংস এবং বিজয় শংকরের ৫২ রানের দৌলতে ১১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় হায়দ্রাবাদ। ৮ উইকেটের এই বিরাট জয়ের ফলে নিজেদের শেষ চারে যাবার আশা বাঁচিয়ে রাখল তারা।