দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইপিএলে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে চেন্নাই এবং মুম্বাই। কার্যক্ষেত্রে দেখতে গেলে যদিও শেষ চরে পৌঁছতে পারা প্রায় সম্ভব চেন্নাইয়ের জন্য। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ম্যাচ। যদিও শেষ চারের লড়াইয়ে পৌঁছাতে এই ম্যাচ তেমনভাবে গুরুত্বপূর্ণ নয় মুম্বাইয়ের জন্য কিন্তু প্রথম দ্বিতীয় স্থান ধরে রাখতে গেলে পরের ম্যাচ গুলি জিততেই হবে মুম্বাইকে।
চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি গতদিনের ম্যাচ শেষে জানিয়েছিলেন এবার দলের অনেক বেশি সুযোগ দেওয়া হবে তরুণ খেলোয়ারদের। সেক্ষেত্রে হয়তোবা দলের বাইরে রাখা হতে পারে কেদার যাদব, শেন ওয়াটসন কিম্বা ফ্যাফ ডুপ্লেসিকে।তাদের জায়গায় দলে আসতে পারেন নারায়ণ জগদীশনের মত তরুণ খেলোয়াররা।আজ চেন্নাইয়ের জন্য কার্যত এ ম্যাচ সম্মান বাঁচানোর লড়াই। তাই আজ নিজেদের সর্বোত্তম প্রদর্শন করার চেষ্টা করবে তারা। বোলিংয়ের ক্ষেত্রেও পীযূষ চাওলা, স্যাম ক্যুরান, যশ হেজেলউডদের বদলে হয়তো দেখে নেওয়া যেতে পারে রবিশ্রীনিবাসন সাই কিশোর কিম্বা ইমরান তাহিরকে।
আরও পড়ুনঃ বিজয়-মনীশের মন মাতানো ব্যাটিংয়ের জয়ের সরণিতে ফিরল হায়দ্রাবাদ
মুম্বাইয়ের ক্ষেত্রে অবশ্য দল পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই। ভালো ফর্মে আছেন অধিনায়ক রোহিত শর্মা এবং কুইন্টন ডি কক। মিডিল অর্ডারে রান পেয়েছেন ঈশান কিষাণ, সূর্যকুমার যাদবও। সেক্ষেত্রে অবশ্য পরের ম্যাচ গুলির কথা ভেবে মুম্বাই আজ ওপরে পাঠাতে পারে হার্দিক পান্ডেকে।তবে মুম্বাইয়ের হয়ে এবার অসাধারণ পারফরমেন্স দিয়েছেন কিরণ পোলার্ড।
বোলিংয়ের ক্ষেত্রে বোল্ট, প্যাটিনসন এবং বুমরাহ জুটি বারবার ধ্বংস করে দিয়েছে বিপক্ষীয় প্রতিরোধকে। গত ম্যাচে অসাধারণ বোলিংয়ের সৌজন্যে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন স্পিনার রহুল চাহারও।তাই আজকের ম্যাচেও খাতায়-কলমে যে মুম্বাই ফেভারিট এ নিয়ে কোন সন্দেহ নেই।
মুম্বাই ইন্ডিয়ান্স (সম্ভাব্য দল) : রোহিত শর্মা (অধিনায়ক),কুইন্টন ডি কক (উইকেট কিপার),সূর্য কুমার যাদব, ঈশান কিশান, হার্দিক পান্ডে,কুনাল পান্ডে, কিরণ পোলার্ড, ট্রেন্ট বোল্ট, ন্যথন কুন্টারনাইল/জেমস প্যাটিনসন,রহুল চাহার, যশপ্রীত বুমরাহ।
চেন্নাই সুপার কিংস (সম্ভাব্য দল) : শ্যেন ওয়াটসন,ফ্যাফ ডুপ্লেসিস,অম্বতি রাইডু ,মহেন্দ্র সিংহ ধোনি (উইকেটকিপার ও অধিনায়ক),ড্যারেন ব্রাভো/ইমরান তাহির, স্যাম ক্যুরান,কেদার যাদব/নারায়ন জগদীশন, শার্দুল ঠাকুর/রবিশ্রীনিবাসন সাই কিশোর ,রবীন্দ্র জাদেজা, পীযূষ চাওলা, দীপক চাহার।