দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির এক হাসপাতালে ভর্তি হতে হল ভারতীয় পেস বোলিং তারকা তথা বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবকে। খেলার ময়দানে একের পর এক দুঃসংবাদ চলছে তো চলছেই। করোনার প্রভাব একদিকে যেমন কেড়ে নিয়েছে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কিছু ক্রীড়া সাংবাদিক এবং খেলোয়াড়কে তেমনি এল আরেকটি ক্রিকেট সংক্রান্ত ভয়ানক দুঃসংবাদ। হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে রয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। এনজিওপ্লাস্টির জন্য তাকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে। তবে এনজিওপ্লাস্টির পর আপাতত সুস্থতার পথে ভারতের এই পেস বোলিং তারকা।
আরও পড়ুন: আজ দুবাইয়ে রোহিত বনাম ধোনি, কার শুক্র তুঙ্গে আজ কার কপালে শনি!
শুধু ১৯৮৩ সালের বিশ্বকাপ জিতে সারা ভারতকে ক্রিকেট খেলার স্বপ্ন দেখানো নয় ১৩১ টি টেস্টে শুধু ৫০০০ রান নয় ৪৩৪ টি উইকেট তুলে নিয়ে তিনি বুঝিয়ে দিয়েছিলেন ভারতও জন্ম দিতে পারে দক্ষ জোরে বোলারদের। তাই কপিল দেব সংক্রান্ত যেকোন দুঃসংবাদই ভারতীয় ক্রিকেট ফ্যানদের কাছে বেদনাদায়ক।


আজ দুপুর একটা পাঁচে নিজের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে সাংবাদিক টিনা থক্কর কপিল দেবের অসুস্থতা সংক্রান্ত এই সংবাদটি নিশ্চিত করেন। তিনি লেখেন, “কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব হৃদরোগে আক্রান্ত। এনজিওপ্লাস্টি জন্য তাকে ভর্তি করা হয়েছে দিল্লির এক হাসপাতালে। প্রার্থনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।”