দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ শারজায় সম্মান বাঁচানোর লড়াইয়ে মুখোমুখি হয়েছিল চেন্নাই এবং মুম্বাই। টসে জিতে চেন্নাইকে প্রথম ব্যাটিং করার আমন্ত্রণ জানান মুম্বাই অধিনায়ক কিরন পোলার্ড। সিদ্ধান্ত যে সম্পূর্ণরূপে ফলপ্রসূ তা বোঝা যায় প্রথম ছয় ওভারেই। বুমরাহ এবং বোল্টের বিধ্বংসী বোলিংয়ের দৌলতে শুরুতেই অর্ধেক দলকে খুইয়ে চাপে পড়ে যায় চেন্নাই। বিরুদ্ধ পরিস্থিতিতে শেষ পর্যন্ত স্যাম ক্যুরানের ৫২ রানের ইনিংসের দৌলতেই ১১৪ রানের সম্মানজনক স্কোর খাড়া করে সিএসকে। যদিও এই রান যথেষ্ট নয় তবে লড়াই করার জন্য কিছুটা রান ছিল তাদের ব্যাগে।
জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মা না থাকায় আজ ইশান কিশান এবং কুইন্টন ডি ককের উপরেই ওপেনিংয়ের দায়িত্ব দেয় মুম্বাই টিম ম্যানেজমেন্ট। মারমুখী শুরু করে দুজনেই বুঝিয়ে দেন আজ রোহিত না থাকার চাপ অনুভব করতে দেবেন না তারা। প্রথমবার ওপেনিং এসেই নিজের প্রতিভার ঝলক দেখাতে শুরু করেন ঈশান কিশান।পঞ্চম ওভারে দীপক চাহারের বলে দুটি চার একটি ছয়ের সাহায্যে মোট ১৬ রান তুলে নেন তিনি। ফলে প্রথম ছয় ওভারেই বিনা উইকেটে ৫২ রানে পৌঁছে যায় মুম্বাই।
যোগ্য সঙ্গ দেন কুইন্টন ডি ককও।বিশেষত সপ্তম ওভারে শার্দুল ঠাকুরের বিরুদ্ধে পরপর দুটি বড় শট তুলে নিয়ে আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি।
আরও পড়ুনঃ হৃদরোগে আক্রান্ত কিংবদন্তি কপিল দেব, ভর্তি করা হল দিল্লির হাসপাতালে
ইমরান তাহির কিম্বা রবীন্দ্র জাদেজার মতো অভিজ্ঞ বোলারও আজ রেহাই পাননি ঈশান কিশানের হাত থেকে। মাত্র ২৯ বলে ছটি চার ও চারটি ছয়ের সাহায্যে নিজের বিধ্বংসী অর্ধশতক পূর্ন করেন তিনি। ইনিংসে অ্যাংকারের ভূমিকা পালন করলেও পিছিয়ে ছিলেন না কুইন্টন ডি কক।মাত্র ৩৭ বলে ৫ টি চার ও ২ টি ছয়ের সাহায্যে ৪৬ রানের সুন্দর ইনিংস খেলেন তিনি।
কার্যত ঈশান কিশানের অপরাজিত ৬৮ এবং তার এই অসাধারণ ৪৬ রানের ইনিংসের জেরেই বিনা উইকেটে ৪৬ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। এই বিশাল জয়ের ফলে আপাতত লিগ টেবিলের প্রথম স্থানে উঠে এলো তারা।