দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইপিএলের ডবল হেডারের দ্বিতীয় পর্বে মুখোমুখি হতে চলেছে কিংস ইলেভেন পাঞ্জাব এবং সানরাইজেস হায়দ্রাবাদ। শেষ চারে পৌঁছাবার আশা এখনো কায়েম রয়েছে দুই দলেরই। ফলে আজকের ম্যাচে তাদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ নিয়ে কোন সন্দেহ নেই।
হায়দ্রাবাদের ক্ষেত্রে গতদিন দুর্দান্ত পারফরমেন্স করেছেন মনীশ পান্ডে এবং জেসন হোল্ডার। দলে মনীশ পান্ডের জায়গা নিশ্চিত হলেও উইলিয়ামসন সুস্থ হবার পরে জেসন হোল্ডারের ক্ষেত্রে মুশকিল হবে প্রথম একাদশে জায়গা করে নেওয়া। কারণ মিডল অর্ডারকে শক্তি প্রদান করতে উইলিয়ামসনের জুড়ি মেলা ভার। অন্যপক্ষে হোল্ডার অলরাউন্ডার হলেও ব্যাটের তুলনায় বোলিংয়েই তার দাপট বেশি। সে ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেয় হায়দ্রাবাদ টিম ম্যানেজমেন্ট সেটাই এখন দেখার। তবে দাপুটে ব্যাটিং ছাড়া আজকের ম্যাচ যে জেতা যাবে না এ নিয়ে কোন সন্দেহ নেই।
অন্যদিকে বোলিংয়ের ক্ষেত্রেও রাশিদ খানের পাশে দাঁড়াতে হবে টি নটরাজন, বাসিল থাম্পি এবং সন্দীপ শর্মাদের। শুধু রাশিদের উপর ভর করে পাঞ্জাবের মতো শক্তিশালী ব্যাটিংয়ের বিরুদ্ধে জয় তুলে নেওয়া মোটেই সম্ভব নয়। তাই তরুণ বোলারদেরও নিজেদের কাঁধে দায়িত্ব তুলে নিতে হবে।
আরও পড়ুনঃ কিশান এবং ডি ককের দাপুটে ব্যাটিং, ৪৬ বল বাকি থাকতেই চেন্নাই জয় মুম্বাই এর
অপরপক্ষে ক্রিস গেইল প্রথম একাদশে আসার পর পাঞ্জাবের ব্যাটিং নিয়ে ধোঁয়াশা অনেকটাই কেটেছে। টপ-হেভি টিম থেকে তারা এখন শক্ত করে নিয়েছে তাদের মিডল অর্ডারও।গত ম্যাচে গুরুত্বপূর্ণ রান পেয়েছেন নিকোলাস পুরান এবং গ্লেন ম্যাক্সওয়েলও। ফলতো যে কোন দিন বিপক্ষের আক্রমণের সামনে বিধ্বংসী হয়ে উঠতে এখন সম্পূর্ণ প্রস্তুত কিংস ইলেভেন পাঞ্জাব।
অন্যদিকে বোলিংয়ে মহম্মদ শামি যেমন অনবদ্য, তেমনি দলে নিজেদের অবদান রাখছেন তরুণ মুরুগান অশ্বিন, রবি বিশনোই, অর্শদীপ সিংহরা।বোলিংয়ের ক্ষেত্রে অবশ্যই বলতে হবে ম্যাক্সওয়েলের কথা। ব্যাটে তেমন ভাবে সফল না হলেও পার্ট টাইম অফ স্পিনার হিসেবে পাঞ্জাবকে গুরুত্বপূর্ণ ব্রেক-থ্রু দিতে সফল হয়েছেন তিনি। তবে শামির পাশাপাশি একজন অভিজ্ঞ জোরে বোলারের অভাব নিশ্চয়ই অনুভব করবে পাঞ্জাব।
তবে আজকের ম্যাচে খাতায়-কলমে এগিয়ে রাখতে হবে পাঞ্জাবকেই।বিশেষত গত দুই ম্যাচে বড় দলের বিরুদ্ধে যেভাবে জয় তুলে নিয়েছে তারা, তাতে মনবল তাদের তুঙ্গে থাকবে এ নিয়ে কোন সন্দেহ নেই।
সানরাইজেস হায়দ্রাবাদ(সম্ভাব্য দল): জনি বেয়ারস্টো (উইকেট কিপার),ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ক্যেন উইলিয়ামসন/জেসন হোল্ডার/মহম্মদ নাবি ,মনিশ পান্ডে, প্রিয়ম গর্গ,আব্দুল সামাদ, অভিষেক শর্মা, রাশিদ খান, টি. নটরাজন,বাসিল থাম্পি/খলিল আহমেদ /সিদ্ধার্থ কল, সন্দীপ শর্মা।
কিংস ইলেভেন পাঞ্জাব (সম্ভাব্য দল):কে এল রাহুল (অধিনায়ক এবং উইকেট কিপার),মায়াঙ্ক আগারওয়াল,ক্রিস গেইল, নিকোলাস পুরান,গ্লেন ম্যাক্সওয়েল, সরফরাজ খান,মুরুগান অশ্বিন, রবি বিশনোই, ক্রিস জর্ডান ,মহম্মদ শামি।