দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আবুধাবির ময়দানে ডবল হেডারের প্রথম পর্বে আজ মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস। কলকাতার জন্য আজকের ম্যাচ যে ডু অর ডাই এ নিয়ে কোন সন্দেহ নেই।
তবে এই ডু অর ডাই ম্যাচে জিততে হলে অনেকটাই ভাবনা চিন্তা করতে হবে কলকাতা শিবিরকে। এই ম্যাচেও সম্ভবত দলে পাওয়া যাবে না ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলকে। সে ক্ষেত্রে কলকাতার মিডল অর্ডারের সমস্যা মেটানো অনেকটাই অসম্ভব হয়ে পড়তে পারে। কারণ রাসেল চলে যাওয়াতে অনেকটাই বিঘ্নিত হয়েছে দলের ভারসাম্য। তবে দলের জন্য বড় স্কোর খাড়া করতে গেলে অধিনায়ক মর্গ্যানের তিন নম্বরে ব্যাটিং করতে আসা একান্ত জরুরী। সে ক্ষেত্রে রাসেলের মত ফ্লোটার হিসেবে ব্যবহার করা যেতে পারে নিতিশ রানাকে। অন্যদিকে রানে ফিরতে হবে রাহুল ত্রিপাঠী, শুভমান গিল এবং প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিককেও।
চিন্তার মেঘ ঘনিয়েছে বোলিংয়েও। তেমন ভাবে সফল হতে পারেননি বিগ টিকিট প্লেয়ার প্যাট কামিন্স।অন্যপ্রান্তে কলকাতার লাকি চার্ম লকি ফার্গুসনও একা হয়ে পড়েছেন বড় বেশি। সেক্ষেত্রে তরুণ পেস ব্যাটারি শিভম মাভি, প্রসিদ্ধ কৃষ্ণাদের আরো বেশি দায়িত্ব তুলে নিতে হবে নিজেদের কাঁধে।
আরও পড়ুনঃ ইস্টবেঙ্গলের মুখ থেকে সাইরুতকে ছিনিয়ে নিল সুদেবা এফসি`
অপর পক্ষের দিল্লি ক্যাপিটালসের ক্ষেত্রে চিন্তার কারণ অনেকটাই কমেছে। যদিও চোট সারিয়ে দলে ফেরার পর তেমন ভাবে সফল হতে পারেননি রিষভ পান্থ এবং সেই কারণেই শিখরের দুর্দান্ত শতরানের পরেও ম্যাচ হারতে হয়েছে দিল্লিকে। কিন্তু শিখর ধাওয়ান যে অনবদ্য ফর্মে রয়েছেন এ নিয়ে কোন সন্দেহ নেই। তবে রান পেতে হবে অধিনায়ক শ্রেয়াস আইয়ার এবং পৃথ্বী শকে।
বোলিংয়ের ক্ষেত্রে অবশ্য রাবাডা-নকিয়া এবং রবীচন্দ্রন অশ্বিনের জুটি ছোট স্কোরও ডিফেন্ড করতে সক্ষম। কিন্তু তাদের ওপর বড় বেশি নির্ভরশীল হয়ে পড়লে আগামী দিনে ফল ভুগতে হতে পারে দিল্লিকে।
তবে আজকের ম্যাচে খাতায়-কলমে দিল্লি যে অনেকটাই এগিয়ে নিয়ে কোন সন্দেহ নেই।
কলকাতা নাইট রাইডার্স (সম্ভাব্য দল): শুভমান গিল,টম ব্যান্টন/সুনীল নারিন , নীতিশ রানা, দীনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেট কিপার),ইয়ন মর্গ্যান, রাহুল ত্রিপাঠী, লকি ফার্গুসন, প্যাট কামিন্স,শিবম মাভি, বরুণ চক্রবর্তী এবং কমলেশ নগরকোটী।
দিল্লি ক্যাপিটালস (সম্ভাব্য দল) : শিখর ধাওয়ান, পৃথ্বী শ/অজিঙ্কা রাহানে , শ্রেয়াস আইয়ার(অধিনায়ক),সিমরান হেটমায়ার/অ্যালেক্স ক্যারি,রিষভ পান্থ(উইকেট কিপার),মার্কাস স্টয়নিস, রবিচন্দন অশ্বিন, আক্সার প্যাটেল ,কাগিসো রাবাডা, অনরিখ নকিয়া,তুষার দেশপান্ডে ।