দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ জোফরা আর্চারের প্রশংসায় পঞ্চমুখ হলেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। প্রায় একা হাতে রাজস্থান রয়েলসের বোলিং বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন ইংল্যান্ডের এই তারকা পেসার। একের পর এক ব্যাটসম্যানকে মাঠ এবং পিচের তোয়াক্কা না করেই সমস্যায় ফেলেছেন তিনি। আর্চারের বোলিংয়ে আগেও মুগ্ধ হয়ে প্রশংসা করেছেন অনেক ভারতীয় প্রাক্তনী। বীরেন্দ্র সেওয়াগ তাকে আইপিএলের কাঞ্চেবাজ আখ্যাও দিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হল ক্রিকেটের ভগবান শচীনের নামও।
নিজের ফেসবুক পেজে জোফরার বোলিংয়ের বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেন, “আমার সত্যিই ভালো লেগেছে জোফরা যেভাবে বল করছে। লোকে বলে টি-টোয়েন্টি ক্রিকেট কিন্তু আমার দেখে ভালো লাগছে ও সব সময় উইকেট তুলে নেবার চেষ্টা করছে। ও চুড়ান্ত আক্রমণাত্মক এবং প্রথম ওভারেই ১৪৮-১৫০ কিলোমিটার গতিতে বল করতে সক্ষম। ব্যাটসম্যানরা ওকে মারতে গিয়ে আউট হচ্ছে এমন নয় ও নিজে তাদের উইকেট তুলে নিচ্ছে।”
জোফরা এবং ওয়ার্নারের লড়াই প্রসঙ্গে বলতে গিয়ে শচীন আরও যোগ করেন,”আমি দেখলাম কিভাবে ওয়ার্নার সেকেন্ড স্লিপে আউট হলো এবং বেয়ারস্টো ভিতরে ঢুকে আসা বল সামলাতে পারল না। ও সত্যি অসাধারণ। বিশেষত ও যেভাবে দুর্দান্ত বাউন্সার দিচ্ছে একের পর এক তা দেখতে পাওয়া আমার কাছে একটা বড় প্রাপ্তি। আবুধাবির মত মাঠ গুলোতে বাউন্স আছে এবং আর্চার সেটাকে চূড়ান্তভাবে কাজে লাগাচ্ছে। ওয়ার্নার কাট খেলতে পছন্দ করে। আর্চার যেভাবে বাউন্সের সাথে বলকে বাইরে নিয়ে যাচ্ছে তাতে কাট বা পুল মারার মতো জায়গা ছিল না। আর ওই গতিতে বিশেষ টাইমিং পাওয়াও সম্ভব নয়। যখন কোন বোলার কাউকে বারবার আউট করে তখন সে তার সঙ্গে মানসিক খেলা খেলতে শুরু করে যেটা ঘটেছে ওয়ার্নারের ক্ষেত্রে এবং জোফরা সেটাকে কাজে লাগিয়েছে চূড়ান্তভাবে।”