দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: জেসন হোল্ডার কিছুদিন আগেই বলেছিলেন, আইপিএল (IPL) এ ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ প্রতিবাদের সমর্থনে কোনও খেলোয়াড়ই তেমন ভাবে এগিয়ে আসেন নি। আর বিশ্বের দরবারে আইপিএলের সেই ‘দুর্নাম’ ঘোচাতেই যেন আবির্ভুত হলেন স্বয়ং হার্দিক পান্ডিয়া। রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে অসাধারণ ব্যাটিং পারফরম্যান্সের পর হার্দিককে দেখা গেল হাঁটু চেপে প্রতীকী সম্মান জানাতে। সমগ্র বিশ্বের কাছে যাঁর অর্থ ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’।
প্রসঙ্গত, আমেরিকায় কৃষ্ণাঙ্গ যুবক জর্জে ফ্লয়েডকে গলায় হাঁটু চেপে প্রকাশ্যে ‘খুন’ করেছিলেন এক পুলিশ। তারপরেই বিশ্বজুড়ে প্রতিবাদে গর্জে ওঠেন সবাই। বর্ণবিদ্বেষের বিরুদ্ধে একযোগে প্রতিবাদ জানায় রাজনীতি, ক্রীড়া সহ বিশ্বের সব মহল। এই বিষয় নিয়ে একাধিক ক্রীড়া ইভেন্টেও সহমর্মিতা জানাতে প্রতীকী প্রতিবাদ শুরু হয়েছে। কৃষ্ণাঙ্গদের জীবনও যে মূল্যবান, তা বোঝাতেই চালু হয় ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ হ্যাশট্যাগ দিয়ে আন্দোলন। হার্দিকের সৌজন্যে সেই প্রতিবাদের মিছিলে সামিল হল আইপিএলও।
গতকাল হার্দিক ব্যাট করার মাঝেই এরকম প্রতীকী ইঙ্গিত করেন। তারপর নিজের সোশ্যাল মিডিয়াতেও সেই ছবি পোস্ট করে ক্যাপশনে কেবল হ্যাশট্যাগ দেন, ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’। সতীর্থ হার্দিকের কীর্তিতে আপ্লুত হয়ে কিরণ পোলার্ডও হাসি মুখে ড্রেসিংরুমে হাত তুলে সমর্থন জানান।
#BlackLivesMatter pic.twitter.com/yzUS1bWh7F
— hardik pandya (@hardikpandya7) October 25, 2020
উল্লেখ্য, গতকাল ব্যাট হাতে এমনিতে বরাবরের মত তুখোড় ফর্মে ছিলেন রাজস্থান ম্যাচেও। ডেথ ওভারে তুলোধোনা করলেন রয়্যালস বোলারদের। ১৩ ওভারের পর ৬ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তারকা অলরাউন্ডার। ২১ বলে ৬০ রানের বিস্ফোরক ইনিংস খেলে যান তিনি।
হার্দিকের গতরাতের ইনিংস সাজানো ছিল দুটো বাউন্ডারি এবং সাতটা ওভার বাউন্ডারিতে। তাঁর ইনিংসে ভর করেই মুম্বই দারুণ ভাবে খেলা শেষ করে। স্কোরবোর্ডে মুম্বই তুলেছিল ১৯৫ রান। এর মধ্যে শেষ তিন ওভারেই মুম্বই তোলে ৫৭ রান। শেষ ওভারে তরুণ কার্তিক ত্যাগির ওভার থেকেই আসে ২৭ রান।