দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ক্রিকেটের বাইরে সোশ্যাল মিডিয়ায় বেশ পপুলার যুজবেন্দ্র চাহাল। মাঝেমধ্যেই তিনি অদ্ভুত কাণ্ড ঘটিয়ে শিরোনামে উঠে আসেন ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই ক্রিকেটার। এমন কী তাঁকে নিয়ে বিভিন্ন গ্রুপে মিমও তৈরি হয় অনেক। তবে এবার খবরের শিরোনামে তিনি না থাকলেও তাঁর হবু স্ত্রী ধনশ্রী বর্মা’র একটি নাচ। এখন নেট পাড়ায় চর্চায় ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিও। তাঁর এই ভিডিও ইতিমধ্যে ভাইরালও হয়েছে।


করোনার কারণে এই বছর দেশে IPL আয়োজিত হয়নি। তবুও বেশ কিছু খেলোয়াড়ের পরিবারের লোকেরা দুবাইয়ে তাঁদের সঙ্গেই রয়েছেন। এঁদের মধ্যেই অন্যতম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। প্রতিযোগিতা যখন শুরু হয়েছিল চাহাল তখন একাই পাড়ি দিয়েছিলেন সুদূর আমিরশাহিতে। কিন্তু লিগ যখন মাঝপথে ঠিক তখনই সেখানে হাজির হবু স্ত্রী। তবে RCB বা চাহালকে সমর্থন করার পাশাপাশি চুটিয়ে মজাও করছেন তিনি। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় ধনশ্রীর ওই নাচের ভিডিওটি ভাইরাল হয়েছে। দুবাইয়ের সমুদ্র কিনারে টনি কক্করের একটি গানে তিনি নেচেছেন। অনেক ভক্তই তাঁর সেই নাচের ভূয়সী প্রশংসাও করেন।
অন্যদিকে, এবারের আইপিএল একেবারে শেষ পর্বে চলে এসেছে। সামনেই প্লে-অফ। চার দলের মধ্যে জায়গা পেতে লড়াই আরও হাড্ডাহাড্ডি হতে চলেছে। এই পরিস্থিতিতে প্লে-অফ এবং ফাইনালের সূচি ঘোষণা করল বোর্ড (BCCI)। জানা গিয়েছে, ৫ নভেম্বর খেলা হবে প্রথম কোয়ালিফায়ার। ৬ নভেম্বর খেলা হবে প্রথম এলিমিনেটর ম্যাচ। এরপর ৮ নভেম্বর দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ১০ নভেম্বর ফাইনাল। প্রত্যেকটি ম্যাচই শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায়। এদিকে, মহিলাদের টি-২০ টুর্নামেন্টের সূচিও ঘোষণা করেছে বোর্ড। টুইট করা হয়েছে আইপিএলের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে।