দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ গতকাল মুম্বাইয়ের বিরুদ্ধে মাঠে নেমে বেন স্টোকস এবং সঞ্জু স্যামসনের দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে কঠিন ম্যাচে ১০ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নিয়েছিল রাজস্থান রয়েলস। তবে শুধু ব্যাটিং-বোলিং নয় ফিল্ডিংয়েও নিজেদেরকে অনন্য মাত্রায় নিয়ে গিয়েছিল তারা
গত কালকের ম্যাচের ফিল্ডিংয়ের কথা মনে পড়লেই জোফরা আর্চারের সেই দুরন্ত ক্যাচটি স্মরণে আসতে বাধ্য। ক্রিজে তখন যথেষ্ট ভালো মেজাজে ব্যাট করছিলেন ঈশান কিশান।গতদিনের দুরন্ত ইনিংস খেলার পর কালও তার ব্যাট থেকে এসেছিল বেশ কিছু সুন্দর শট। কিন্তু ৩৬ বলে চারটি চার ও একটি ছয় দিয়ে সাজানো ৩৭ রানের ইনিংস শেষ হয়ে যায় জোফরা আর্চারের অসাধারণ ক্যাচ দৌলতে। কার্তিক তিয়াগীর বলে সজোরে পয়েন্টের উপর কার্ড মেরেছিলেন ঈশান কিশান, অন্য যে কোন মাঠে যা ছিল নিশ্চিত ছয় এই মাঠেই সেই বলকেই বাউন্ডারির বাইরে যেতে না দিয়ে বাজের মতো ক্ষিপ্রতায় তালুবন্দী করেন জোফরা আর্চার।
বাউন্ডারি থেকে বেশ কিছুটা এগিয়ে দাঁড়িয়ে ছিলেন বলেই ক্যাচটি আরো বেশী কঠিন ছিল তার কাছে। কিন্তু আর্চার যেভাবে ক্যাচটিকে সহজ করে নেন তা ছিল অনবদ্য। মুহুর্তের মধ্যে দৃশ্যটি ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নানান মন্তব্য ছুটে আসে নানা মুনির থেকে। কেউ কেউ তো এও বলেন জোফরা কি এবার ফুটবলের নাম লেখাবে?
এবার নিজের মজাকিয়া মেজাজে এই অসাধারণ ক্যাচের প্রশংসা করলেন খোদ শচীন টেন্ডুলকার।
ম্যাচের পর টুইট করে তিনি লেখেন,
“ক্যাচটা দেখে মনে হলো জোফরা আর্চার নিজের ঘরের বাল্ব বদলাচ্ছেন”