দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আইপিএল ২০২০-র রবিবারের ম্যাচে প্রথম ক্রিকেটার হিসেবে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনকে সমর্থন জানিয়েছেন হার্দিক পান্ডিয়া। রাজস্থানের বিরুদ্ধে ২১ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলার পর হাঁটু গেড়ে বসে মুষ্টিবদ্ধ হাত উপরে তুলে হার্দিক ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের সপক্ষে প্রতিবাদ জানান তিনি। পরে ম্যাচ শেষে নিজের সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করেছেন এই ভারতীয় ক্রিকেটার। সেখানে ‘#’ ট্যাগ দিয়ে লিখেওছেন ” ব্ল্যাক লাইভস ম্যাটার” কিন্তু এবার সে বিষয় নিয়েই নিজের অনুরাগীদের বিরাগভাজন হলেন হার্দিক।
প্রসঙ্গত, আমেরিকার বুকে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে নৃশংসভাবে এক পুলিশ অফিসারের দিনের আলোতে খুন করার প্রতিবাদে সারা বিশ্ব জুড়ে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন জন্ম নেয়। যারপর ক্রিকেট থেকে ফুটবল খেলোয়াড়দের অনেকেই মাঠে হাঁটু গেড়ে বসে প্রতিবাদ জানিয়েছেন। রবিবার হার্দিককেও এমনটাই করতে দেখা যায়।
এরপর হার্দিক এই নিয়ে পোস্ট করলে ফ্যানেদের একাংশ ভারতের মাটিতে প্রতিদিন দলিত সম্প্রদায়ের উপর হওয়া অত্যাচার থেকে শুরু করে শ্রেণী ও জাতপাতের বৈষর্ম্যে তারকা ক্রিকেটার কেন কোনও দিনও মুখ খোলেন না প্রশ্ন তোলেন!
এখানেই না থেমে ভারতীয় কোনও ক্রিকেটার কেন দলিত থেকে শুরু করে করোনা কালে পরিযায়ী শ্রমিকদের জীবন দুর্দশার সমর্থনে সোশ্যাল মিডিয়ায় দুকথা লেখেন না সেই নিয়েও নেটিজেনরা প্রশ্ন তুলেছেন।
ফ্যানেদের রোষের মুখে ব্যক্তিগত আক্রমনের সম্মুক্ষিনও হতে হলো তাঁকে। নেট নাগরিকদের একাংশ হার্দিককে চুড়ান্ত ব্যক্তিগত আক্রমণ করে বসেন। বর্ণ বিদ্বেষ নিয়ে হার্দিক এতটাই উদার মনোভাবের পরিচয় রাখলে, ব্যক্তিগত জীবনে ভারতীয় ক্রিকেটার কেন ফর্সা ও বিদেশী মেয়েকে স্ত্রী হিসেবে বেছে নিলেন নেট নাগরিকদের অনেকেই এই প্রশ্ন তুলে কটাক্ষ করতেও ছাড়েনি হার্দিক কে।