দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ পরিসংখ্যান যাই হোক না কেনো, তাঁকে নিয়ে হাজার বিতর্ক, গসিপ, সমালোচনা, আলোচনা কোনো কিছুতেই তাঁর হেলদোল নেই। সদ্য আইপিএল থেকে সবার আগে বিদায় নিয়েছে তাঁর দল। খুব স্বাভাবিকভাবেই ধোনির অধিনায়কত্ব নিয়ে উঠেছে হাজার প্রশ্ন। কিন্তু হার-জিতকে সাবলীলভাবে মেনে ‘কুল’ থাকা মাহি এবার মজেছেন অন্য কিছুতে!
অন্য ফর্ম্যাটে খুঁজে পাওয়া যাচ্ছে ধোনি কে। তিনি এখন মন দিয়েছেন পোল্ট্রি ফার্মিংয়ে। তবে সে যে সে পোল্ট্রি নয়, এই মুহূর্তের ‘হট’ বিজনেস কড়কনাথ চিকেনের ব্যবসা। মধ্যপ্রদেশ থেকে অর্ডার দিয়েছেন ২ হাজার কড়কনাথ চিকেন। তাঁর রাঁচির ফার্ম হাউজের জন্য এই চিকেন আসছে মধ্যপ্রদেশের ঝাবুয়ার থান্ডলা ব্লকের কৃশক বিনোদ মেধা’র কাছ থেকে। মেধা’র সূত্রেই জানা গিয়েছে আগামী ১৫ ডিসেম্বরের আগে ২ হাজার কড়কনাথ চিকেন রাঁচির ফার্ম হাউজে পৌঁছে দিতে হবে।
কৃশক বিনোদ সূত্রে আরও জানা গিয়েছে যে, কৃষি বিকাশ কেন্দ্র এবং মধ্যপ্রদেশ কড়কনাথ চিকেন মোবাইল অ্যাপের মাধ্যমে মাস তিনেক আগে ধোনির ফার্ম হাউজের ম্যানেজার তাঁর সঙ্গে যোগাযোগ করেন। এরপর পাঁচ দিন আগে ২ হাজার মুরগির অর্ডার আসে ধোনির কাছ থেকে। সমস্ত অ্যাডভান্স পেমেন্ট সম্পন্ন । বিনোদ এই অর্ডার পেয়ে আপ্লুত। তিনি স্বপনেও ভাবতে পাচ্ছেন না যে তাঁর ফার্মের মুরগি ধোনির স্পর্শে বড় হয়ে উঠবে!