28 C
Kolkata
Thursday, March 23, 2023
More

    ব্যর্থ বিরাট রাহুলের লড়াই, লজ্জাজনক সিরিজ হার ভারতের!

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ সম্মান বাঁচানোর লড়াইয়ে সিডনিতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। আজও প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রায় গত ম্যাচের রিপ্লের মতই ১৪২ রানের দুরন্ত পার্টনারশিপ গড়ে তোলেন ওয়ার্নার এবং ফিঞ্চ। ফিঞ্চের ৬০ ওয়ার্নারের ৮০ এবং স্টিভ স্মিথের দুরন্ত শতরানের দৌলতে বড় রানের লক্ষ্যে শুরু থেকেই এগোচ্ছিল অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ম্যাক্সওয়েলের ৬৩ এবং লাবুসানের ৭০ রানের জেরে ৩৮৯ রানের বিরাট লক্ষ্যমাত্রা কঠিন টার্গেট ভারতের সামনে রাখে অস্ট্রেলিয়া।

    জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করলেও ব্যক্তিগত ৩০ রানের মাথায় হেজেলউডের বলে ফিরে যান শিখর ধাওয়ান। পরের ওভারেই অস্ট্রেলিয়া ফিরিয়ে দেয় মায়াঙ্ক আগারওয়ালকেও আজো ভালো শুরুকে বড় রানে কনভার্ট করতে পারেননি তিনি। ফলে ভারতের সম্মান বাঁচানোর সমস্ত দায়িত্ব এসে পড়ে চেস মাস্টার কোহলির উপর। অন্যদিকে শ্রেয়াস আইয়ার আজও শর্ট বলে ছিলেন একই রকম অপ্রস্তুত।তবে আজ পার্টনারশিপ গড়ে তোলার সম্পূর্ণ চেষ্টা করেন দুজনেই। মূলত তাদের দৌলতেই অস্ট্রেলিয়ার ভারতের বিরুদ্ধে করা সর্বোচ্চ রান চেজ করতে নেমেও একদম ম্যাচের বাইরে চলে যায়নি ভারত। আজ গুরুত্বপূর্ণ মুহূর্তে চারটি চার ও একটি ছয়ের সাহায্যে নিজের ৫৯ তম অর্ধশতক পূর্ণ করেন অধিনায়ক কোহলি। কিন্তু ৩৬ বলে ৩৮ রান করে হিন্দুদের বলে খারাপ সময় আউট হয়ে ফিরে যান শ্রেয়াস আইয়ার। ফলে চাপ আবার কিছুটা বেড়ে যায় ভারতের উপর।

    See the source image

    এখন সহ-অধিনায়কের রাহুল এবং অধিনায়ক বিরাট কোহলির কাছে একমাত্র লক্ষ্য ছিল ইনিংসটিকে শেষ অবধি নিয়ে যাওয়া। আজ সেই লক্ষ্যে ভালোই এগোচ্ছিলেন কোহলি এবং রাহুল। তাদের অর্ধশতরানের পার্টনারশিপের দৌলতেই ৩২ ওভারে ২০০ রানের লক্ষ্যমাত্রা পার করে নেয় টিম ইন্ডিয়া। কিন্তু গুরুত্বপূর্ণ সময় উইকেট পতন আবার একবার পিছিয়ে দেয় তাদের। ৮৭ বলে ৭টি চার ও ২টি ছয় দিয়ে সাজানো ৮৯ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়ে অনরিকেসের হাতে বন্দী হন বিরাট কোহলি। ফলে কে এল রাহুল এবং হার্দিক পান্ডিয়ার উপর এসে পড়ে গুরুদায়িত্ব। তবে আজ জয়ের আশা জিইয়ে রাখেন কে এল রাহুল। মাত্র ৫২ বলে তিনটি চার ও তিনটি ছয়ের সাহায্যে নিজের অর্ধশত রান পূর্ণ করেন তিনি।

    See the source image

    কিন্তু যে গতিতে রান তোলা দরকার ছিল সেই গতিতে আজ রান তুলতে পারেনি ভারত। আর সেই কারণেই রানরেটে চাপে পড়ে শেষ অবধি ৬৬ বলে ৭৪ রানের দুরন্ত ইনিংস খেলে আউট হয়ে ফিরে যেতে হয় কে এল রাহুলকে। শেষ পর্যন্ত ৪৬ তম ওভারে স্টার্কের বলে বড় শট নিতে গিয়ে ২৬ রানে আউট হন হার্দিক পান্ডিয়াও ।ফলে ক্রমশ অবশ্যম্ভাবী সিরিজ হারের দিকে এগোতে থাকে ভারত। রবীন্দ্র জাদেজা কিছু ভালো শট খেললেও লক্ষ্যে পৌঁছানো ছিল অসম্ভব। তাই শেষ অবধি ৩৩৮ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। এই লজ্জাজনক হারের ফলে ভারতের বিরুদ্ধে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...