দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে জয় পেয়ে অনেকটাই আত্মবিশ্বাসী বিরাট কোহলির ভারত। সেই আত্মবিশ্বাসে বলীয়ান হয়েই ক্যানবেরায় টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিততে মরিয়া তারা। ফর্মে রয়েছেন রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়ারা। তবে আজকের ম্যাচে কোহলি চাইবেন তাদের বেশি ব্যাটিংয়ের প্রয়োজন না পড়ে। ম্যাচে বড় রান করুক প্রথম দিকের ব্যাটসম্যানরাই, এমনটাই আশা ভারতীয় ক্রিকেটভক্তদেরও।
ইতিমধ্যেই টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারণ ফিঞ্চ। ভারতের হয়ে আজ টি টোয়েন্টি অভিষেক হতে চলেছে টি নটরাজনের। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের ফসল পেলেন তিনি। সেই সঙ্গে দলে রয়েছেন সঞ্জু স্যামসনও। অনেকগুলি সুযোগ পেয়েও তেমনভাবে প্রভাবিত করতে পারেননি সঞ্জু। অস্ট্রেলিয়া সফর তার কাছে অ্যাসিড টেস্ট। আশ্চর্যজনক ভাবে ভারতীয় দলে জায়গা হয়নি চাহাল বা কুলদীপের মধ্যে কারোরই।
অস্ট্রেলিয়া দলে ওয়ার্নারের চোট থাকায় সুযোগ পেয়েছেন ডার্সি শর্ট। স্টার্ক, জাম্পা, স্মিথ, ম্যাক্সওয়েলদের ওপরই বেশি নির্ভর করবে ক্যাঙ্গারু ব্রিগেড। ওয়ান ডে সিরিজের ফর্মেই পাওয়া যাবে লেগ স্পিনার জাম্পাকে, এমনটাই আশা ফিঞ্চের।