দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকদের জন্য সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। সেটা ফুটবল হোক কিংবা ক্রিকেট। গতকাল বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্টের ফিরতি ডার্বিতে ফের আরও একবার হারের মুখ দেখল ইস্টবেঙ্গল। প্রথম ডার্বি ম্যাচটি মোহনবাগান মাত্র ১ রানে ইস্টবেঙ্গলের থেকে ছিনিয়ে নিলেও,এবার মরশুমের দ্বিতীয় ডার্বিতে একপেশে ভাবে ৩৬ রানে ইস্টবেঙ্গলকে হারালো মোহনবাগান।
প্রথমে ব্যাট করতে এসে মোহনবাগানের হয়ে অনবদ্য ব্যাটিং করেন দুই তারকা ব্যাটসম্যান বিবেক সিং এবং অনুষ্টুপ মজুমদার। বিবেকে করেন ৩৫ বলে ৫৮ রান। প্রথম ডার্বিতে অনুষ্টুপের ব্যাটে ভর করেই জিতেছিল মোহনবাগান। কালকেও অনুষ্টুপের ২৮ বলে ৪৪ রানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান অবধি পৌঁছয় সবুজ মেরুণ শিবির। ইস্টবেঙ্গলের স্পিনার সুজিত কুমার যাদব ৪ ওভার বল করে ৩ টি উইকেট তুললেও খরচ করেন ৩৪ রান।
আরও পড়ুন: করোনার ছড়াছড়ি! ম্যাচ শুরুর আধঘন্টা আগে বাতিল প্রোটিয়াজ-ইংল্যান্ড ওডিআই!
জবাবে ব্যাট করতে নেমে বাগানের অনবদ্য বোলিংয়ের সামনে একা লড়াই চালান ইস্টবেঙ্গল তথা বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন। শেষ পর্যন্ত অবশ্য তার সেই লড়াই কোনো কাজেই আসেনি। মোহনবাগানের হয়ে দুরন্ত বোলিং করেন অনুরাগ তিওয়ারি এবং সায়ন ঘোষ। অনুরাগ ২৭ রান খরচ করে ৪টি উইকেট নেন। গত ম্যাচে বেদম মার খেলেন এই ম্যাচে সায়ন ১২ রান খরচ করে ২টি উইকেট পেয়েছেন। এই ম্যাচে জয়ের ফলে ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্টের শেষ চারে পৌঁছাল মোহনবাগান।

