দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ একদিনের সিরিজে আঘাত লাগায় টি-২০ ও প্রথম টেস্ট থেকে ছিটকে গেছে ডেভিড ওয়ার্নার। তারপর প্রস্তুতি ম্যাচে কনকাশনের জন্য উইল পুকোভস্কিও টিমের বাইরে। এই সময় মার্নাশ লাবুশানে জানিয়ে দিলেন যে ম্যানেজমেন্ট রাজি হলে তিনি ইনিংস গড়ার কাজে নামতে পারেন। এর মধ্যে অন্য আরেক ওপেনার জো বার্নসের খারাপ ফর্ম চিন্তা বাড়াচ্ছে অজিদের।
চোট প্রবণতার দিকে খেয়াল রেখে এদিন মার্কাস হ্যারিসকে টেস্ট স্কোয়াডে ডাকা হয়েছে। লাবুশানে এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, ‘টিমের স্বার্থে আমি যে কোনো জায়গায় খেলতে পারি। দিনের শেষে আমি টিমের খেলায় কতটা যোগদান করলাম সেটাই দরকারি। টিমের জয় যদি এভাবে আসে তবে কারো আপত্তি না থাকা উচিত’।
আরো পড়ুনঃ ফিফার বর্ষসেরা খেতাবের দৌড়ে মেসি-রোনাল্ডো, জেনে নিন কার জয়ের সুযোগ বেশি
লাবুশানে একই সঙ্গে জানান যে জো বার্নসের ফর্ম খারাপ চলায় টিম থেকে তাকে ভরসা জোগানো হয়েছে। এই মুহূর্তে বার্নস অষ্ট্রেলিয়া-এ এবং ভারত-এ’র বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলচে।
এই প্রস্তুতি ম্যাচে রাহানে এন্ড কোং মাত্র ১০৮ রানে অষ্ট্রেলিয়া-এ’র প্রথম ইনিংস শেষ করে দেয়। বুমরা, শামি, সাইনির ধারালো বোলিং-এর সামনে কেই দাঁড়াতে পারেনি। ভারত বনাম অষ্ট্রেলিয়া প্রথম টেস্ট শুরু হচ্ছে ১৭ তারিখ থেকে অ্যাডিলেডে। দিন-রাতের এই পিঙ্ক বল টেস্টে কার পাল্লা ভারি থাকে সেটাই দেখার।