দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ অ্যাডিলেড টেস্ট শেষ করে দেশে চলে আসবেন ক্যাপ্টেন কোহলি। তিনি যখন তার প্যাটার্নিটি লিভ নিয়ে ঘোষণা করেছিলেন তখনই তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছিল ক্রিকেট মহল। কিন্তু ক্রিকেট বিশেষঙ্গদের চিন্তা ছিল, ভারতীয় ব্যাটিং-এর চার নম্বর স্পটে কে খেলবে। এদিন ‘৭ ক্রিকেট’এর একটি প্যানেল শো তে এই নিয়ে মুখ খুললেন লিটল মাস্টার সুনীল গাভাসকার।
গাভাসকার স্পষ্ট জানালেন যে, কোহলি ফিরে গেলে ঐ জায়গায় অজিঙ্কে রাহাবের ব্যাট করা উচিত। কোহলির অনুপস্থিতিতে এমনিতেই রাহানে টিমকে নেতৃত্ব দেবে তাই তার উচিত ক্যাপ্টেন স্পটেই ব্যাট করতে নামা।
আরো পড়ুনঃ লাবুশানে তৈরি ওপেনার হিসেবে, অপেক্ষা কেবল ম্যানেজমেন্টের সবুজ সংকেতের
এমনিতেই রাহানের ব্যাটের রান উঠেছে প্রথম প্রস্তুতি ম্যাচে। বহুদিন পর নিজের ফর্মে ব্যাট করতে দ্যাখা গেছে তাকে। তাই গাভাসকার আরো জোর গলায় রাহানের চার নম্বরে ব্যাটিং করাকে সমর্থন করেছেন।
এরমধ্যে আরেকটি প্রশ্ন উঠে এসেছে যে তবে পাঁচ নম্বক্র স্পটে কাকে উঠে আসতে দেখা যাবে। এই প্রসঙ্গে গাভাস্কার বলেছেন,” আমার মনে হয় কে এল রাহুল বা শুভমন গিলকে ঐ স্পটে খেলানো উচিত।” অবশ্য প্রস্তুতি ম্যাচে গিলকে দেখা গেলেও রাহুল ছিলেন না। ম্যানেজমেন্ট কার প্রতি আস্থা রাখবে সেটাই দেখার। নাকি তারা এক বিশেষঙ্গ বোলারকে নিয়ে আসে তার আশায় বসে আছে ক্রিকেটমহল।