24 C
Kolkata
Tuesday, March 21, 2023
More

    গোলাপি বলের সামনে সেঞ্চুরি হনুমা-পান্থের, ঋদ্ধি নাকি ঋষভ জল্পনা শুরু!

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গোলাপি বলের গুরুত্বপূর্ণ টেস্টের গতকাল থেকে দ্বিতীয় অনুশীলন ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারতীয় দল এবং অস্ট্রেলিয়া এ দল। প্রথম ইনিংসে সেরকমভাবে আগুন জ্বলে উঠতে পারেনি ভারতীয় ব্যাটিং। কেবলমাত্র শুভমান গিল এবং পৃথ্বী শ ছাড়া একমাত্র গুরুত্বপূর্ণ অর্ধশতরানটি করেন যশপ্রীত বুমরাহ। তার ৫৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস ছাড়া কেমন ভাবে সফল হতে পারেনি ভারতীয় দল।গোলাপি বলের সুবিধা তুলে অস্ট্রেলিয়া এ দল দ্রুত ১৯৪ রানে অলআউট করে দেয় ভারতকে।

    কিন্তু ভালো ব্যাটিং করতে পারেনি অস্ট্রেলিয়া এ দলও। মাত্র ১০৮ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। ভারতের হয়ে গুরুত্বপূর্ণ তিনটি করে উইকেট তুলে নেন মোহাম্মদ শামি এবং সিরাজ। তবে আজ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে অবশ্য সমস্ত প্রশ্নের সুন্দর জবাব দিয়েছে ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে পৃথ্বী শ রান না পেলেও দুরন্ত ৬১ রানের ইনিংস খেলেন আগরওয়াল। অন্যদিকে সুন্দর সঙ্গ দেন শুভমান গিল। আজ তার উপহার ৬৫ রান। তবে ম্যাচের অভিমুখ সম্পূর্ণভাবে বদলে দেন ঋষভ পান্থ এবং হনুমা বিহারী। দুজনের জোড়া শতরানে এই মুহূর্তে বিশাল রানের পাহাড় গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারতীয় দল। ফলে দিনের শেষে মাত্র চার উইকেটের বিনিময়ে ৩৮৬ রানে পৌঁছে যায় ভারতীয় দল। তেরোটি দুরন্ত বাউন্ডারির সাহায্যে নিজের শতরান পূর্ণ করেন হনুমা। তবে ম্যাচের সবথেকে বিধ্বংসী ইনিংসটি খেলেন পান্থ।মাত্র ৭৩ বলে নটি চার ও ছটি ছয়ের সাহায্যে দুরন্ত ১০৩ রানের ইনিংস উপহার দেন তিনি। এখনো অপরাজিত রয়েছেন দুজনেই।

    তবে আজ পান্থের সেঞ্চুরি করার পরে অনেক বেশি প্রশ্ন চিহ্ন শুরু হলো ঋদ্ধিমানকে নিয়ে। যদিও গত টেস্ট ম্যাচে বিরুদ্ধ পরিস্থিতিতে দুরন্ত ব্যাটিং করেছিলেন ঋদ্ধিমান। কিন্তু একথা ঠিক যে পান্থের মত বিধ্বংসী নন তিনি। তবে অস্ট্রেলিয়ার উইকেটে ঋদ্ধির উইকেটকিপিং যে ভারতের অত্যন্ত দরকার তা নিয়ে কোন সন্দেহ নেই। সেক্ষেত্রে পান্থকে শুধু ব্যাটসম্যান হিসেবে ব্যবহার করা যায় কিনা সেদিকেও এখন মনোযোগ থাকবে ভারতীয় দলের। সে ক্ষেত্রে বিরাট চলে যাওয়ার পর কার জায়গায় তাকে খেলানো হয় কিংবা আদৌ তাকে খেলাতে পারবেন কিনা রাহানে তা এখনো যথেষ্ট ভাবনা চিন্তার বিষয়। তবে বিরুদ্ধ পরিস্থিতিতে দুরন্ত সেঞ্চুরি করে নিজের একাদশে ফেরার জল্পনাকে যে আরও বাড়িয়ে দিলেন পান্থ এ নিয়ে কোন সন্দেহ নেই।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...