রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে সিরিজে ফিরলো ইংল্যান্ড

0
57

দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:  ম্যানচেস্টারে সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরালো ইংল্যান্ড । ক্যারিবিয়ানদের 113 রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে 1-1 এ সমতা এনেছে থ্রী লায়ন্সরা। টেস্টের পঞ্চম দিনে চতুর্থ ইনিংসে জয়ের জন্যে 312 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 198 রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এর আগে নিজেদের  দ্বিতীয় ইনিংসে 3 উইকেটের বিনিময়ে 129 রান তোলে ইংল্যান্ড।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের, 9 উইকেটে 469 রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ 287 রানে অলআউট হয়।

দুই উইকেটে 37 রান নিয়ে শেষ দিনে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ইংল্যান্ড। মধ্যাহ্নভোজের  বিরতির আগে, 3 উইকেটে 129 রান করে ইনিংসের সমাপ্তি  ঘোষণা করে ইংলিশরা। বেন স্টোকস 57 বলে 78 রানে অপরাজিত ছিলেন।

ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। স্টুয়ার্ট ব্রডের তোপে পড়ে 3 উইকেটে 25 রান নিয়ে বিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। বিরতির পর ইংলিশদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা। তারা 37 রানে হারান চতুর্থ উইকেট।

পঞ্চম উইকেটের জুটিতে জার্মেইন ব্ল্যাকউড ও শ্যামার্শ ব্রুকস প্রতিরোধ গড়েন। এই জুটি থেকে আসে 100 রান।

ব্ল্যাকউডকে 55 রানে ফিরিয়ে জুটি ভাঙ্গেন স্টোকস। এরপর অধিনায়ক জেসন হোল্ডার চেষ্টা করলেও দলের পরাজয় এড়াতে পারেননি। 198 রানে গুটিয়ে যায় ইনিংস। ফলে 113 রানের বড় জয় পায় ইংল্যান্ড।

ইংলিশদের হয়ে স্টুয়ার্ট ব্রড তিনটি; ক্রিস ওকস, ডম বিস ও স্টোকস দুটি এবং স্যাম কারান একটি উইকেট নেন। প্রথম ইনিংসে 176 রানে দুর্দান্ত একটি ইনংস এবং দ্বিতীয় ইনিংসে ঝড়ো গতির 78 রানের ইনিংস খেলার সুবাদে স্টোকস ম্যাচ সেরা হয়েছেন। আগামী 24 জুলাই একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here