দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ অ্যাডিলেডে লজ্জাজনক হারের পর ইতিমধ্যেই শুরু হয়েছে মাইন্ড গেম। এমনিতেই মেলবোর্নে ধাক্কা সামলে কিছুটা পিছিয়ে থেকে যে শুরু করবে ভারত এই নিয়ে কোন সন্দেহ নেই। কারণ দলে থাকছেন না বিরাট কোহলি মোহাম্মদ শামির মতো তারকা ক্রিকেটাররা। অজিদের বিরুদ্ধে বিরাট কোহলি থাকাকালীনই লজ্জাজনক ৩৬ রানে অলআউট হয়ে যায় ভারত। এখন অনেক ক্রিকেট বিশ্লেষকই মনে করছেন বিরাট কোহলি না থাকায় ভারতের শক্তি হয়ে যাবে অর্ধেক। তার উপর কব্জির হাড় ভাঙ্গায় খেলতে পারবেন না শামিও।
এইসব কারনেই এবার ভারতকে নিয়ে মাইন্ড গেম শুরু করল অজি প্রাক্তনীরা। অবশ্য অস্ট্রেলিয়ায় এই দৃশ্য নতুন নয়। গোলাপি বল টেস্টের আগেও অস্ট্রেলিয়া সিরিজ জিতবে বলে দাবি করেছিলেন শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রাথের মত প্রাক্তন অজি তারকারা। এবারে বিষয়ে ভবিষ্যৎবাণী করলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং। ভারতের বিপর্যস্ত ব্যাটিং লাইনের সমালোচনা এবং অজিদের দুরন্ত বোলিংয়ের প্রশংসা করে তিনি বলেন, ‘ভারতকে ব্যাটিংয়ে বিপর্যস্ত করে অজিরা দারুণ আঘাত দিয়েছে। ভারতীয় ব্যাটিং সম্পূর্ণ ফেল করেছে। ওদের দুর্বলতা এখন প্রকাশ্যে চলে এল। এখন অস্ট্রেলিয়ার সামনে তাই বড় সুযোগ। মেলবোর্নেও অজিরা ভারতকে হারিয়ে এগিয়ে যাবে বলে আশা রাখি। ‘
এই গভীর বিপর্যয় কাটিয়ে মাঠে ফেরা আরো বেশী কঠিন হবে বলেই মনে করছেন পন্টিং।বরং তাঁর মতে সিরিজে ফেরা কঠিন থেকে কঠিনতর হবে ভারতের পক্ষে। কারণ অন্যদিকে অজি বাহিনীর আত্মবিশ্বাসও থাকবে চরমে।তাই ভারত ধাক্কা সামলে ফিরতে চাইলেই সহজে কোন রাস্তা দেবে না তারা। পন্টিং আরও বলেছেন, ‘এমন ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা কাটিয়ে, ভারতের সিরিজে ফিরে আসা কঠিন। মেলবোর্নে অস্ট্রেলিয়া ধারেভারে অনেক বেশি শক্তিশালী ‘