দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আগামী আইপিএল আর দুবাইতে নয় ভারতবর্ষেই করতে চলেছে বিসিসিআই। ইতিমধ্যেই সে বিষয়ে সীলমোহর পড়েছে। তার সঙ্গে এও শোনা যাচ্ছিল যে আইপিএলের ১৪ তম সিজনে যোগ হতে চলেছে আরদ নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি। এ বিষয়ে তেমন খোলাখুলি কিছু জানানো না হলেও বার্তা এসেছিল সৌরভের মুখ থেকে। কিন্তু সূত্র মারফত খবর দশ নয় আট দলেই এবারের আইপিএল অনুষ্ঠিত হতে চলেছে ভারতে। আগামী ২৪ ডিসেম্বর বোর্ডের বার্ষিক সভায় এই বিষয়ক আলোচনায় সীলমোহর পড়তে চলেছে। কিন্তু কেন এই সিদ্ধান্তের পরিবর্তন? বোর্ডের খবর অনুযায়ী ২০২১ নয় বরং ২০২২ সাল থেকে দশ দলের আইপিএল অনুষ্ঠিত করতে চায় তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা এ বিষয়ে বলেন, বোর্ডের মতে এখনই দল বাড়ালে তাড়াহুড়ো করা হয়ে যাবে। আইপিএলের আগে এখন আর সাড়ে তিন মাসও সময় নেই। তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেয়া উচিত হবে না। এক্ষেত্রে ধীরে চলার পন্থা অবলম্বন করতে চাইছে ভারতীয় বোর্ড। যদিও তিন সপ্তাহ আগে প্রকাশ্যে আশা বোর্ডের বার্ষিক সভার এজেন্ডায় নতুন দুই ফ্রাঞ্চাইজি যোগ হবার কথা উল্লেখ ছিল। সবাই নতুন ফ্র্যাঞ্চাইজিদের আনার ব্যাপারে হয়তোবা বোর্ডের আপত্তি নেই কিন্তু এখনই এ বিষয়ে দরপত্র দেওয়া হবে না।
বোর্ড সূত্রে জানা গিয়েছে, ফেব্রুয়ারি মার্চ বা এপ্রিল মাসে দরপত্র দেয়া হতে পারে। ২০২১ সালের আইপিএলে নতুন দল না এলে বন্ধ থাকবে মেগা নিলামও। তাছাড়া আইপিএলের টাইটেল রাইটস বিক্রি করার জন্যও সময় পাওয়া যাবে। এছাড়া মিডিয়ারা টেন্ডারও ডাকা হবে ২০২১ সালের অক্টোবরের পর। সে ক্ষেত্রে নতুন দুই দল মিডিয়া রাইটসের ভাগ পাবে। ফলে তারাও খুশি হবে এবং ২০২১ সালে আয়ের বিষয়টাও ঘেঁটে যাবে না। সেই কারণেই সবদিক বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই।