দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ এই মুহূর্তে বিশেষ কারণে দল থেকে দূরে থাকতে হলেও ভারতীয় ক্রিকেটকে যে দূরে ফেলে আসেননি বিরাট তা আজ প্রমাণিত হয়ে গেল আরেকবার। বক্সিং ডে টেস্ট এর আগে পিতৃত্ব কালীন ছুটি নিয়ে দেশে ফিরলেও প্রথম দিন মেলবোর্নে দলের পারফরম্যান্স দেখে মুগ্ধ বিরাট। আজ বুমরাহ এবং অশ্বিনদের দাপটে মাত্র ১৯৫ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ৪৮ রানের ইনিংস খেলে মার্নাস লাবুশানে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও ইনিংস বেশি বড় করার আগেই তাকে ফিরিয়ে দেন সিরাজ। অস্ট্রেলিয়া তরফে এছাড়া উল্লেখ্য প্রদর্শন করেন যে দুজন ব্যাটসম্যান তারা হলেন ট্রাভিস হেড এবং ম্যাথু ওয়েড। সম্পূর্ণ স্কোর তালিকার মধ্যে হেডের ৩৮ এবং ওয়েডের ৩০ রানের ইনিংস ছাড়া তেমন উল্লেখ্য ইনিংস আর চোখে পড়ে না।
বোলিংয়ে এদিন বিধ্বংসী ছিলেন বুমরাহ এবং অশ্বিন। সাতজন অজি ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন দুজনেই। উমেশ যাদব সেভাবে কোনো উইকেট শিকার করতে না পারলেও অভিষেক ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স করেন মোহাম্মদ সিরাজ। লাবুশানের গুরুত্বপূর্ণ উইকেটসহ মোট দুজন অজি ব্যাটসম্যানকে ফেরত পাঠান তিনি। জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই মায়াঙ্ককে হারালেও দিনটি ভাল শেষ করেন ডেবিউ টান্ট গিল এবং অভিজ্ঞ পুজারা। আপাতত প্রথম দিন শেষে এক উইকেটের বিনিময়ে ৩৬ রান সংগ্রহ করেছে ভারত। ২৮ রানে অপরাজিত আছেন গিল এবং ৭ রানে অপরাজিত রয়েছেন পুজারা।
এই প্রদর্শন দেখে মুগ্ধ বিরাট নিজের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে লেখেন, “দুর্দান্ত প্রথম দিন কাটলো। বোলাররা অসাধারণ প্রদর্শন করেছেন, ভালো শেষ করেছেন ব্যাটসম্যানরাও।”
তবে গতদিনের ব্যাটিং বিপর্যয়ের কথা মাথায় রেখে দলকে সচেতন করেছেন বুমরাহ তিনি বলেন, ‘‘এখনই বেশিদূর ভাবতে চাইছি না। একটা সেশন ধরে এগোতে চাই। মানসিকতার দিক থেকে খুব বেশি রক্ষণাত্মক হতে চাই না। পজিটিভ থাকতে চাই। ভুল শট খেলে আউট না হওয়াই আমাদের লক্ষ্য থাকবে।সকালে বোলিংয়ের সময় দেখেছিলাম উইকেটে আর্দ্রভাব রয়েছে। সেটাকে আমরা ব্যবহার করতে চেয়েছিলাম। তাই ভেবেছিলাম আমাদের দুই স্পিনার অশ্বিন এবং জাড্ডু বাড়তি সাহায্য পাবে। অশ্বিন সত্যিই ভাল বল করেছে। ’’