দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বিরাট কোহলি নেই। তাই তাঁকেই কাঁধে নিতে হয়েছে টিম ইন্ডিয়ার ভার। একদিকে গত ম্যাচের লজ্জা জনক পরিসংখ্যান অন্য দিকে ভারসাম্যহীন দল। এই দুইয়ের চাপ মাথায় করেই ব্যাট করতে নেমেছিলেন রাহানে। মেলবোর্নের পিচ ব্যাটসম্যানদের কে বরাবর চ্যালেঞ্জ ছুঁড়েছে। এখানেও ব্যাতিক্রম হয় নি। আজ রাহানে যখন ব্যাট করতে এলেন তখন দল ৬১ রানে দুই উইকেট হারিয়ে ফেলেছে। এমনকি ৬৪ রানের মাথায় বিশ্বস্ত সঙ্গী পূজারাকেও দেখতে হয়েছে প্যাভিলিয়নের পথ। তবে আজ দিনের শেষে অনবদ্য অধিনায়ক। তাঁর দুর্দান্ত শতরানের সুবাদেই মেলবোর্নের বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনের শেষে অ্যাডভান্টেজ পেলো ভারত।


গতকাল অস্ট্রেলিয়ার টিম ১৯৫ রানে অলআউট হওয়ার পর, টিম ইন্ডিয়াকে শুরুতেই উইকেট খোয়াতে হয়েছিল। কিন্তু সেখান থেকে ভারতের ইনিংসের হক ধরেছিলেন তরুণ শুভমন গিল। তাঁর অভিষেক ম্যাচে ৬৫ বলে ৪৫ রানের ইনিংস একদিকে যেমন অস্ট্রেলিয়ান পেসারদের ভোঁতা করে দিয়েছিল তেমনি অন্যদিকে রাহানেদের জন্য একটা ভাল প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিল। আজ সেই প্ল্যাটফর্মটাকে বেশ ভালভাবেই কাজে লাগিয়ে অজিঙ্ক রাহানে নিজের টেস্ট কেরিয়ারের দ্বাদশ শতরানটি করলেন।
এদিন রাহানের ইনিংসের মূল শক্তি ছিল ভাল বলকে সম্মান দেওয়া আর সুযোগ পেলেই রান তুলে নেওয়া। যদিও বার দুয়েক সুযোগও দিয়েছিলেন অজিঙ্কে। কিন্তু রাহানের ক্যাচ ফেলে দিয়েছেন স্মিথ, ট্রেভিস হেডরা। ভারতীয় অধিনায়ককে যোগ্য সঙ্গত করলেন রবীন্দ্র জাদেজাও। দিনের শেষে তাঁর সংগ্রহ ৪০ রান। ছোট অথচ কার্যকরী ইনিংস খেলেছেন ঋষভ পন্থও। তাঁর সংগ্রহ ২৯। বিহারী ২১ এবং পূজারা ১৭ রান করেছেন। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ২৭৭ রান। ইতিমধ্যেই ৮২ রানের লিড পেয়েছে টিম ইন্ডিয়া।
সার্বিকভাবে দ্বিতীয় দিনের শেষে টিম ইন্ডিয়া যে অজিদের থেকে অনেকটাই অ্যাডভান্টেজ পেয়েছে। ভারত চাইবে প্রথম ইনিংসে যতটা বেশি সম্ভব লিড রাখা। কারণ, যে কোনও পিচেই চতুর্থ ইনিংসে ব্যাট করাটা সহজ কাজ হবে না। তাই তৃতীয় দিনে লিড আরও বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে নামবেন ব্যাটসম্যান রাহানে এবং জাদেজা।