দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীকে আইসিসি প্রধান রূপে দেখতে চান কুমার সাঙ্গাকারা। সাঙ্গার ইচ্ছে, অধিনায়ক হয়ে যেভাবে ভারতীয় ক্রিকেটকে বদলে দিয়েছিলেন ঠিক একই ভাবে যেন আইসিসির প্রধান রূপে বিশ্ব ক্রিকেটকে পথ দেখান প্রিন্স অফ কলকাতা।
নিজেকে সৌরভের বড় ভক্ত বলে দাবি করে সাঙ্গাকারা বলেছেন, ‘আমি মনে করি সৌরভ ক্রিকেটে বদল আনতে পারবে। আমি ওনার খুব বড় ভক্ত। ওনার ক্রিকেট মস্তিষ্ক দারুন উনি সব সময় ক্রিকেটের স্বার্থের ব্যাপারে চিন্তা করেন, সেটি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান বা আইসিসির প্রধান যে ভূমিকাতেই হোক না কেন।’
সৌরভকে ক্রিকেটের স্বার্থেই আইসিসির প্রধান হিসেবে দেখতে চান এই প্রাক্তন লঙ্কান অধিনায়ক, ‘ক্রিকেট খেলাটাই হয় দর্শক সমর্থকদের ওপর ভিত্তি করে। বিসিসিআই সভাপতি হওয়ার পর সৌরভের কাজ, উদ্যোগ সবই আমি খেয়াল করেছি। এমসিসি ক্রিকেট কমিটিতেও দেখেছি। উনি খুব ভালো সম্পর্ক তৈরি করতে পারেন। আমার মনে হয় আইসিসি সভাপতির দায়িত্ব নিলে সৌরভ খুব ভালো কাজ করবেন। আমি তো মনে করি এই মুহূর্তে সভাপতি হিসেবে সৌরভই সব থেকে যোগ্য প্রার্থী।’
সাঙ্গাকারা নিজেও অবসরের পর ক্রিকেট প্রশাসনে এসেছেন। এ মুহূর্তে তিনি এমসিসির সভাপতির দায়িত্ব পালন করছেন। আগামী অক্টোবর পর্যন্ত তিনি এই দায়িআইসিসির ত্বে সামলাবেন। ইংল্যান্ডের বাইরের ব্যক্তি হিসেবে সাঙ্গাই প্রথম এমসিসির সভাপতির আসনে বসেছেন ।