দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : 2000 সালে ম্যাচ গড়াপেটার অভিযোগে ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনকে আজীবন ক্রিকেট থেকে নির্বাসিত করেছিল বিসিসিআই। কিন্তু আদালেতে এই নির্বাসনের বিরুদ্ধে আবেদন করেছিলেন তিনটি বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দেওয়া আজহার। দীর্ঘ আইনি লড়াইয়ের পর 2012 সালে এই নির্বাসনকে ‘অবৈধ’ বলে ঘোষণা করে বোর্ডকে নির্বাসন প্রত্যাহার করার নির্দেশ দেয় অন্ধ্রপ্রদেশ হাই কোর্ট।
সম্প্রতি এক পাকিস্তানি ওয়েবসাইটকে সাক্ষাৎকার দিতে গিয়ে আজহার তাঁর জীবনের কঠিনতম অধ্যায়ের প্রসঙ্গে বলেছেন, ‘যা ঘটেছে তার জন্য আমি কাউকে দোষ দিতে চাই না। তবে আমাকে নির্বাসিত করার কারণ আমি আজও জানি না৷’
এই ডান হাতি ব্যাটসম্যান আরও বলেন, ‘আমি এর বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে বারো বছর পর আমি নির্দোষ প্রমাণিত হয়েছি। তারপর হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছি। পরে বিসিসিআইয়ের এজিএম-এ যোগ দিতে পেরে আমি খুব সন্তুষ্ট বোধ করেছি।’