দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিরাট কোহলি এবং ফিটনেস এই দুটি কথা যেন সমার্থক। বিগত বছর গুলিতে নিজের ফিটনেসকে আলাদা মাত্রায় নিয়ে যাওয়া কিং কোহলি আত্মসংযমের এক জীবন্ত উদাহরণ। ফিটনেস নিয়ে তিনি এতটাই গম্ভীর যে অফ সিজেনেও ছুঁয়ে দেখেন না তাঁর প্ৰিয় খাবার গুলি, এমনকি কয়েক বছর আগে এক বিখ্যাত ঠান্ডা পানীয় প্রস্তুতকারক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন ফিটনেস নিয়ে উদাহরণ স্থাপন করার জন্য।ব্যাপারটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে কোন ক্রিকেটারের ফিটনেস মাপতে হতে তার তুলনা করা হয় বিরাটের সাথে, তিনি যেন ক্রিকেট বিশ্বে ফিটনেসের মাপকাঠি।
বিরাটের সমান ফিট খেলোয়াড় শুধু ক্রিকেট জগৎে কেন যে কোনো খেলায় খুঁজে পাওয়া বেশ দুস্কর,তবে পাকিস্তানের বোলিং কোচ ওয়াকার ইউনিস মনে করেন বিরাটের থেকে ফিটনেসে খুব বেশি পিছিয়ে নেই পাকিস্তানি ক্রিকেটাররা। পাকিস্তানের এই প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, বাবর আজম থেকে শুরু করে বর্তমান পাকিস্তান দলের অনেক ক্রিকেটারই বিরাটের সমান ফিট।
নাম ধরে ধরেই তিনি বলেছেন পাকিস্তান দলের ফিট খেলোয়াড়দের কথা, ‘বাবর আজমের কথাই ধরা যাক। ও দারুণ ফিট, ইদানীং নিজের ফিটনেস নিয়ে খুব পরিশ্রম করছে। শাহীন শাহ আফ্রিদিও সুপার ফিট। আমরা কাউকে দেখে নয়, নিজেদের মানদণ্ড নিজেরাই ঠিক করেছি। আমরা এমন মানদণ্ড ঠিক করেছি, যেটা দলকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে।’
বিরাটের প্রতিও অগাধ শ্রদ্ধা ঝরে পরে ওয়াকারের গলায়, এই প্রাক্তন বাঁ হাতি বোলার বিরাটকে পৃথিবীর অন্যতম ফিট ক্রিকেটার মনে করেন। তিনি বলেছেন, ‘বিরাট সব ফরম্যাটেই সমান কার্যকর। সব ফরম্যাটেই ও নিজেকে দারুণভাবে প্রতিষ্ঠিত করেছে। ফিটনেসের প্রতি ওর নিষ্ঠা ওর খেলায় অন্য মাত্রা যোগ করেছে। এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে অন্যতম ফিট ক্রিকেটার বিরাটই।’