দ্যা ক্যালকাটামিরর ব্যুরো: গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ডের গভর্নিং কাউন্সিলের বৈঠকে আইপিএলের ভবিষ্যৎ স্থির হয়েছে। প্রস্তাবিত
আইপিএল শুরুর তারিখ সেপ্টেম্বরের ১৯ আর ফাইনাল নভেম্বরের ১০ এ। কিন্তু এই মিটিং এর অনেক আগেই চন্দননগরের ঈশান পোড়েলের জীবনে ‘বুলস আই’ হয়ে গিয়েছে আইপিএল। সেই চোখে তাকে হিট করতেই হবে।
যদিও গতকালের মিটিং এর আগে আইপিএলের ভবিষ্যত্ এক প্রকার অনিশ্চিত ছিল কিন্তু কিংস ইলেভেন পাঞ্জাব কতৃর্পক্ষ ঈশানদের মানসিক ভাবে প্রস্তুত থাকতে বলে দিয়েছিল।
কিংস ইলেভেন পাঞ্জাব, টিমের ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনের দায়িত্বে থাকা অনিল কুম্বলে ক্রিকেটারদের চনমনে করে রাখার জন্যে বেশ কিছু দিন আগেই একটি ভিডিও বার্তা দিয়েছিলেন।
সেই ভিডিও বার্তাতে কিম্বলে বলেছিলেন –“সবার আগে সুস্থ ও ফিট থাকতে হবে। কেউ কোনও ঝুঁকি নেবে না”।
বাংলার হূগলি জেলার ছেলে ঈশান এ বারই প্রথম আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন। ঈশান জানান-, ‘প্রথম বার আইপিএল খেলতে যাচ্ছি। সে ভাবে প্র্যাক্টিস হয়নি। যদিও সেটা কেউই করতে পারেনি। খুব চাপে আছি বলব না, তবে প্ল্যানিংটা একটু অন্যরকম ভাবেই সাজাতে হচ্ছে”।
আনলক ফেজ শুরুর কয়েক দিন পর চন্দননগরে নিজের এলাকার মাঠেই প্র্যাক্টিস করছে বছর বাইশের দীর্ঘকায় পেসার ঈশান। যদিও আবার করোনা পরিস্থিতি বিগরে যাওয়াতে এখন আবার বিরতি। তবুও ঈশানের মানসিক প্রস্তুতি তুঙ্গে। আরব আমিরশাহিতে হওয়া ২০১৪ সালের আইপিএলে’র ম্যাচগুলোও খুব খুঁটিয়ে দেখছে সে।
ঈশানের মতে দুবাই, আবুধাবি আর শারজার কন্ডিশনে পেসের ভ্যারিয়েশনটা সেখানের উইকেটে খুব কার্যকর হতে পারে এমনকি ইয়র্কারটাও খুব বড় অস্ত্র হতে পারে। লকডাউনের মধ্যে প্র্যাক্টিস কম হলেও মানিয়ে নিতে সমস্যা হবে না বলেই মনে করেন তিনি। আরব আমীরশাহির মাঠে এলাকার ছেলে কে খেলতে দেখার জন্যে মুখিয়ে আছে চন্দননগর।