দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:ইংল্যান্ড ক্রিকেট দলের কোচ ক্রিস সিলভারউড জানিয়েছেন তার পাকিস্তান সফরে যেতে কোন সমস্যা নেই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান আশা প্রকাশ করেছিলেন যে ২০২২ সালে পরবর্তী নির্ধারিত সফরের আগে ইংল্যান্ড একটি সংক্ষিপ্ত সফরে পাকিস্তান আসবে, তার পরিপেক্ষিতেই সিলভাউড তার মতামত জানিয়েছেন।
২০০৯ সাল থেকে লাহোরে শ্রীলঙ্কা টিম বাসে সন্ত্রাসী হামলার পর থেকেই নিরাপত্তা জনিত কারণে সব দেশ এক যোগে পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলতে অস্বীকার করে, ফল স্বরূপ পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতে তাদের হোম ম্যাচ গুলি আয়োজন করতে শুরু করে।তবে কোভিড -১৯ মহামারীর মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ড যেভাবে ইংল্যান্ডে দল পাঠিয়ে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে বিশাল আর্থিক ক্ষতির মূখ থেকে বাঁচিয়েছে, তাতে সবাই মনে করছে এর পরিবর্তে ইংল্যান্ডেরও ভবিষ্যতে পাকিস্তানে সিরিজ খেলতে যাওয়া উচিত।
ওয়াসিম খান স্কাই স্পোর্টসকে জানিয়েছেন, ক্যালেন্ডার অনুসারে ২০২২ সালের আগে ইংল্যান্ডের পাকিস্তান সফরের কোনো সুযোগ নেই, তবে একটা সংক্ষিপ্ত সফর বা টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করা যেতেই পারে।সিলভারউড বলেছেন, “আমি মনে করি আমরা সেখানে যাচ্ছি। ব্যক্তিগতভাবে আমার তাতে কোনও সমস্যা নেই। আমি কখনই পাকিস্তানে যাই নি, তাই গিয়ে ভালোই লাগবে আশা করি।
ইসিবির তরফ থেকে জানানো হয়েছে, এই বিষয়ে বর্তমানে সুনির্দিষ্ট কোন আলোচনা চলছে না, তবে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যেখানে প্রায় সব ক্রিকেট বোর্ডই বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন সেখানে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।শেষ বার ২০০৫ সালে ইংল্যান্ড পাকিস্তান সফরে গিয়েছিল। দীর্ঘ দশ বছর পর গত বছরই প্রথমবার পাকিস্তানের মাটিতে কোনো পূর্ণ দৈর্ঘ্যের সিরিজ খেলা হয় যখন শ্রীলঙ্কা এবং বাংলাদেশ পাকিস্তান সফরে যায়, এছাড়াও চলতি বছর করোনা মহামারীর জেরে মাঝ পথে বন্ধ হয়ে যাওয়ার আগে পাকিস্তান সুপার লিগের সব ম্যাচই পাকিস্তানে খেলা হয়েছিল।