দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:ত্রয়োদশতম আইপিএল শুরুর আগে চেন্নাই সুপার কিংসের সংযুক্ত আরব আমিরাতে আগে ভাগে গিয়ে পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার পরিকল্পনা, ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন নির্দেশিকা আসার পর ধাক্কা খেলেও, তিন বারের আইপিএল চ্যাম্পিয়নদের উৎসাহে কোন ভাটা পরেনি।
বিসিসিআই জানিয়েছে 20 অগাস্টের আগে দুবাই যাওয়ার অনুমতি দেওয়া হবে না। তবে সিএসকে’র তরফ থেকে এক মজাদার টুইট করে তাদের ইতিবাচক মানসিকতা স্পষ্ট করা হয়েছে, টুইটারে মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, ডোয়াইন ব্রাভো, অম্বাতি রায়ডু এবং রবীন্দ্র জাদেজার একটি ছবি পোস্ট করা হয় যেখানে ফটোশপের মাধ্যমে সবাইকে হলুদ ক্যাপের পরিবর্তে ঘোতরা এবং আগল পরানো হয়েছে। ছবির সাথে লেখা হয়েছে, “যখন আপনার দুবাই যাওয়ার পরিকল্পনা স্থগিত যায় কিন্তু আপনি ইতিমধ্যেই হাবিবি মোডে চলে এসেছেন।”
ধোনি বাহিনী 19সে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা আইপিএলের প্রস্তুতির জন্যে চলতি মাসের মাঝামাঝিতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পরিকল্পনা নিয়েছিল