দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানিয়েছেন, তিনি আসন্ন আইপিএলে বিরাট কোহলির অধীনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সি গায়ে মাঠে নামার জন্যে মুখিয়ে আছেন।আরসিবি তাদের ব্যাটিং বিভাগকে আরও শক্তিশালী করার জন্যে 2020 মরশুমের খেলোয়াড় নিলামে ফিঞ্চকে দলে যোগ করেছিল।
“আমি জানি সে (বিরাট কোহলি) কতটা প্রতিযোগিতামূলক। আরসিবির সাথে যোগ দেওয়ার জন্য আমি অপেক্ষা করতে পারছি না। এমন এক ফ্র্যাঞ্চাইজিতে খেলার সুযোগ পাবো যেখানে বিশ্বের সেরা কিছু খেলোয়াড় আছে। ঘরের মাঠ চিন্নাস্বামীতে সমর্থকদের সামনে খেলতে পারলে ভালো হতো, তবে সংযুক্ত আরব আমিরাতে ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রতিনিধিত্ব করা আমার কাছে বড় ব্যাপার,” ফিঞ্চ এক সাক্ষাৎকারে বলেছেন।
“আমি বিরাটের নেতৃত্বে প্রথমবারের মতো খেলতে চলেছি এবং এই নিয়ে খুব উচ্ছ্বসিত। আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএলে বেশ কয়েক বছর ধরে তাঁর বিপক্ষে খেলে আমি জানি তিনি কতটা প্রতিযোগিতামূলক, যে বিষয়টি এতদিন দূর থেকে আমি দেখছি সেটা এবার কাছ থেকে দেখার জন্য মুখিয়ে আছি,” ফিঞ্চ যোগ করেছেন।
আইপিএলের ত্রয়োদশ সংস্করণ সংযুক্ত আরব আমিরাতে 19 সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং ফাইনাল 10 নভেম্বর অনুষ্ঠিত হবে।