28 C
Kolkata
Saturday, June 10, 2023
More

    ম্যানচেস্টারে দ্বিতীয় দিনের শেষে চাপে ইংল্যান্ড

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : ওপেনার শান মাসুদের লড়াকু শতরানের পর জোরে বোলারদের দাপটে পাকিস্তানের বিরুদ্ধে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সিরিজের প্রথম টেস্টে চাপে ইংল্যান্ড।2 উইকেটে 139 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান, দিনের একেবারে প্রথম ওভারেই বাবর আজমের উইকেট হারায়। জিমি এন্ডারসনের বলে জো রুটের হাতে ক্যাচ দিয়ে ব্যাক্তিগত 69 রানে ফেরেন বাবর। এরপর মেঘলা আবহাওয়ার সুবিধা নিয়ে ইংল্যান্ড বোলাররা আসাদ শফিক এবং মোহাম্মদ রিজওয়ানকে দ্রুত ফিরিয়ে দিলেও একদিক ধরে রাখেন মাসুদ।

    লেগ স্পিনার শাহদাব খানকে সাথে নিয়ে ষষ্ঠ উইকেটে 105 রানের জুটি গড়ে মাসুদ পাকিস্তানকে 300 রানের গন্ডি পার করিয়ে দেন। ইনিংসের শেষ দিকে দ্রুত উইকেট পরতে থাকলে মাসুদ আক্রমনাত্বক রূপ ধারণ করেন এবং টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো 150 রানে পৌঁছে যান। শেষ পর্যন্ত চা বিরতির পর তিনি 156 রানে আউট হন। মাসুদের ফিরে যাওয়ার পর পাকিস্তান ইনিংস 326 রানে গুটিয়ে যায়।ইংল্যান্ডের হয়ে স্টুয়ার্ট ব্রড এবং জোফরা আর্চার যথাক্রমে তিনটি করে উইকেট পেয়েছেন, এবং ক্রিস ওকস দুইটি উইকেট নেন।

    319 বল খেলে মাসুদ 18টি বাউন্ডারি এবং 2টি ওভার বাউন্ডারি মারেন। 1996 সালে সাঈদ আনোয়ারের পর ইংল্যান্ডের মাটিতে টেস্টে শতরান করা প্রথম পাকিস্তান ওপেনার তিনিই। মাসুদ ও আনোয়ার ছাড়া আর মাত্র তিন জন পাকিস্তানি ওপেনার ইংল্যান্ডের মাটিতে শতরান করেছে, তারা হলেন মহসিন খান (1982), মুদাস্সর নজর (1987) এবং আমির সোহেল (1995)।এটি মাসুদের টানা তৃতীয় টেস্ট সেঞ্চুরি, তিনি আগের দুটি টেস্টে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে 100 এবং করাচিতে শ্রীলঙ্কার বিপক্ষে 135 রান করেছিলেন।

    জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানি পেস বোলারদের দাপটে শুরুতেই চাপে পরে যায় স্বাগতিকরা। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার ররি বার্নসকে ফিরিয়ে দিয়ে ইংল্যান্ডকে প্রথম ধাক্কা দেন বাঁহাতি বোলার শাহীন শাহ আফ্রিদি, এরপর মাত্র আট বলের ব্যবধানে ডম সিবিলি এবং বেন স্টোকসকে সাজ ঘরে ফেরত পাঠিয়ে ইংল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেন মোহাম্মদ আব্বাস। ওলি পোপকে সাথে নিয়ে অধিনায়ক জো রুট ইনিংস সামলানোর চেষ্টা করলেও, ব্যাক্তিগত 15 রানে লেগ স্পিনার ইয়াসির শাহের বলে উইকেটকিপার রিজওয়ানকে ক্যাচ দিয়ে ফেরেন রুট। দিনের খেলার শেষে ইংল্যান্ড চার উইকেট হারিয়ে 92 রান তুলেছে ক্রিসে রয়েছেন পোপ (46*) এবং জস বাটলার (15*)। প্রথম ইনিংসে ইংল্যান্ড এখনো 234 রানে পিছিয়ে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...