দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:প্রথম ইনিংসে বল হাতে চার উইকেট নেয়া ইয়াসির শাহ, দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে খেললেন দলের পক্ষে সর্বোচ্চ ইনিংস। 24 বলে ইয়াসিরের 33 রানের ক্যামিওতে ম্যানচেস্টার টেস্টে জয়ের জন্য ইংল্যান্ডকে 277 রানের লক্ষ্য দিলো পাকিস্তান।
নিজেদের দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ 169 রান। প্রথম ইনিংসে 326 রান তুলেছিল দলটি। জবাবে 219 রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।
137/8 নিয়ে আজ চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। 16 বলের মধ্যে বাকি 2 উইকেট খোয়ায় তারা। তবে স্কোরবোর্ডে মূল্যবান 33 রান যোগ করে যান ইয়াসির এবং নাসিম শাহ। আগের দিন 12 রানে অপরাজিত থাকা ইয়াসির দিনের প্রথম ওভারেই চড়াও হন জোফরা আর্চারের ওপর। দু’টি বাউন্ডারি মেরে 11 রান তুলে নেন।
স্টুয়ার্ট ব্রডের করা পরের ওভারে একটি ছয় ও একটি বাউন্ডারি মারার পর তিনি উইকেটের পেছনে জস বাটলারের হাতে ধরা পড়েন। শেষ ব্যাটসম্যান নাসিম উইকেটে এসেই বল পাঠান সীমানার বাইরে। নিজের দ্বিতীয় ওভারে এসে নাসিমকে বোল্ড করেন আর্চার। তার আগে লেগ বাই থেকে আরো 4 রান আসে পাকিস্তানের।
ম্যানচেস্টারে চতুর্থ ইনিংসে 200’র বেশি তাড়া করে জয়ের ঘটনা মাত্র দুটি। সবশেষ 2008 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে 294 রান তাড়া করে 6 উইকেটে জিতেছিল ইংল্যান্ড। এরপর এই মাঠে চতুর্থ ইনিংসে ব্যাটিং করা দল 6 বারের মধ্যে 5 বারই হারের মূখ দেখেছে।