দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম টেস্টে পাকিস্তানকে তিন উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে 1-0 ব্যাবধানে এগিয়ে গেলো ইংল্যান্ড।ম্যাচের চতুর্থ দিনে ইংল্যান্ডের সামনে জয়ের জন্য 277 রানের লক্ষ্য ছিল, যা জস বাটলার (75) এবং ক্রিস ওকসের (84*) ব্যাটে ভর করে সহজেই পার করে নেয় থ্রী লায়ন্সরা। ইংল্যান্ড অধিনায়ক জো রুটও 42 রানের গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেছেন। পাকিস্তানের পক্ষ থেকে ইয়াসির শাহ চার উইকেট পেয়েছেন, ম্যাচে তাঁর মোট উইকেট সংখ্যা আট।


পাকিস্তান প্রথম ইনিংসে শান মাসুদের ব্যাটে ভর দিয়ে 326 রান তোলে, যার জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে 219 রানই তুলতে পারে। প্রথম ইনিংসে 107 রানের লিড পাওয়া সত্ত্বেও, ইংল্যান্ড বোলারদের দাপটে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে 169 রানেই আটকে যায় এবং চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের জয়ের জন্যে 277 রানের প্রয়োজন ছিলো।
ইয়াসির শাহের দাপটে ইংল্যান্ড একসময় 117 রানের স্কোরে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল, কিন্তু বাটলার এবং ওকস ত্রাতার ভূমিকায় অবতরিত হয়ে ষষ্ঠ উইকেটের জন্যে 139 রানের জুটি গড়ে ইংল্যান্ড ইনিংসকে সামাল দেন। জয়ের থেকে 21 রান দূরে এসে বাটলার আউট হলেও ওকস অপরাজিত থেকে ইংল্যান্ডকে লক্ষ্যে পৌঁছে দেন। ম্যাচের সেরাও তিনি হয়েছেন।
এর আগে পাকিস্তান 8 উইকেটে 137 রান নিয়ে দিনের শুরু করেছিল। তবে, 32 রান যোগ করার পরে তাদের ইনিংস শেষ হয়। গতকালের অপরাজিত ব্যাটসম্যান ইয়াসির শাহ 33 রান করে স্টুয়ার্ট ব্রডের বলে উইকেটের পিছনে বাটলারকে ক্যাচ দিয়ে ফেরেন। এরপরে জোফরা আর্চার নাসিম শাহকে (4 রান) বোল্ড করে ইনিংস শেষ করেন। ব্রড দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট পেয়েছেন। ওকস ও বেন স্টোকস যথাক্রমে দু’টি করে উইকেট নিয়েছেন।দ্বিতীয় টেস্ট ম্যাচটি 13 আগস্ট থেকে সাউদাম্পটনে খেলা হবে।